বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রুকু থেকে সোজা হয়ে দাড়ানো সুন্নত।এবং সেজদা থেকে বসা সুন্নত।উভয়টিতে এক তাসবিহ পরিমাণ দাড়ানো বা বসা সুন্নত।
ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭২এ বর্ণিত রয়েছে-
(سُنَنُهَا) رَفْعُ الْيَدَيْنِ لِلتَّحْرِيمَةِ، وَنَشْرُ أَصَابِعِهِ، .......................وَالْقَوْمَةُ، وَالْجِلْسَةُ. كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ وَكَذَا الطُّمَأْنِينَةُ فِيهِمَا قَدْرَ تَسْبِيحَةٍ
তরজমা
নামাযের সুন্নত সমূহের মধ্যে একটি সুন্নত হলো,রুকু থেকে সোজা হয়ে দাড়ানো এবং সেজদা থেকে উঠে বসা।(বাহরুর রায়েক)উভয়টি ১তাসবিহ পরিমাণ প্রশান্তির সাথে অবস্থান করা।