বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072
(২)
রুকু করার পূর্বে বসে গেলে তখন সাহু সিজদা দিয়ে দিলে নামায হয়ে যাবে।আর রু'কু করে নিলে তখন আর ঐ ফরয নামায হবে না,বরং ঐ ফরয নামাযকে আবার দোহড়িয়ে পড়ে নিতে হবে।
(৩)
ইমামের পিছনে নামাজ পড়ার সময় বৈঠকে আত্তাহিয়াতু,দরুদ আর দোয়া মাসুরা পড়ার মাঝখানে ৩ তাসবিহ এর চেয়ে বেশি দেরি করলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
(৪)
কোন কারণে ১/২ রাকাত নামাজ এর পর ওযু ভেংগে গেলে ওযু করে এসে আবার কিভাবে সেই জায়গা থেকে নামাজ শুরু করতে হবে। যেমন,২য় রাকায়াতে রুকুর সময় ওযু ভেংগে গেল,তখন আবার ওযু করে এসে তাকবির তাহরিমা বলে আবার পুণরায় তাকবির দিয়ে রুকুতে যেতে হবে। তারপর অবশিষ্ট নামাযকে তার ধারাবাহিকতায় পড়তে হবে।