আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in সালাত(Prayer) by (43 points)

اَسَّلاَمُ عَلَيكُم وَرَحمَةٌ اللَهِ وَبَرَكَاتُهُ

শায়েখ নামাজে নিম্নোক্ত পরিস্থিতিতে বিধান কিরুপ? 

১) যদি বিতির নামাজ পড়ার সময় ৩য় রাকাতে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গিয়ে ১ তাজবীহ পড় মনে পড়ল তখন কি করা উচিৎ?  

২) শেষ রাকাতে সিজদাহ এর পর বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়ে সুরা ফাতেহা পড়ার সময় হঠাৎ মনে পড়লে যে এটা শেষ রাকাতে বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়েছি তখন কি করা উচিৎ?  

৩) ইমামের পিছনে নামাজ পড়ার সময় বৈঠকে আত্তাহিয়াতু,দরুদ আর দোয়া মাসুরা পড়ার মাঝখানে ৩ তাসবিহ এর চেয়ে বেশি দেরি করলে কি বিধান? 

৪) কোন কারণে ১/২ রাকাত নামাজ এর পর ওযু ভেংগে গেলে ওযু করে এসে আবার কিভাবে সেই জায়গা থেকে নামাজ শুরু করব?  ধরুন ২য় রাকায়াতে রুকুর সময় ওযু ভেংগে গেল তাহলে আবার ওযু করে এসে তাকবির তাহরিমা বলে আবার পুণরায় তাকবির দিয়ে রুকুতে যেতে হবে?  অর্থাৎ এর পদ্ধতি কেমন?

1 Answer

0 votes
by (720,760 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072

(২)
রুকু করার পূর্বে বসে গেলে তখন সাহু সিজদা দিয়ে দিলে নামায হয়ে যাবে।আর রু'কু করে নিলে তখন আর ঐ ফরয নামায হবে না,বরং ঐ ফরয নামাযকে আবার দোহড়িয়ে পড়ে নিতে হবে।

(৩)
ইমামের পিছনে নামাজ পড়ার সময় বৈঠকে আত্তাহিয়াতু,দরুদ আর দোয়া মাসুরা পড়ার মাঝখানে ৩ তাসবিহ এর চেয়ে বেশি দেরি করলে সাহু সিজদা ওয়াজিব হবে না।

(৪)
কোন কারণে ১/২ রাকাত নামাজ এর পর ওযু ভেংগে গেলে ওযু করে এসে আবার কিভাবে সেই জায়গা থেকে নামাজ শুরু করতে হবে। যেমন,২য় রাকায়াতে রুকুর সময় ওযু ভেংগে গেল,তখন আবার ওযু করে এসে তাকবির তাহরিমা বলে আবার পুণরায় তাকবির দিয়ে রুকুতে যেতে হবে। তারপর অবশিষ্ট নামাযকে তার ধারাবাহিকতায় পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 125 views
...