আসসালামুয়ালাইকুম
আমার বাবা একজন সরকারী ব্যাংকে চাকরী করে রিটাড করেছে,,, আমার ভাইয়ের দ্বীনের বুঝ আছে আলহামদুলিল্লাহ আমর ভাই একটা কোচিং সেন্টারে কম বেতনের জব করে এখন ও নিজে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু ওর বাবার হারাম ব্যাংকের টাকা ছাড়া কোন পুঁজি নেই এখন সে কি করতে পারে,,, আর বাবার হারাম টাকা দিয়ে কি ব্যবসা শুরু করতে পারবে?আর বাবার হারাম টাকা গুলো কি হালাল করার কি কোন নিয়ম আছে?আর আমার ভাইকে আমার বাবা কয় এক মাস আগে কিছু ব্যাংকের কাগজে সাইন করিয়েছিল তখন সে বুঝতে পারেনি ওকে আব্বু টাকা গুলো ওর নামে করে দিয়েছে আব্বুর মৃত্যুর পর টাকা গুলো পাওয়ার জন্য এখন ও যে সাইন করেছে এটার জন্য সে গুনাহগার হবে?আর আমার ভাই আব্বুর হারাম টাকা গুলো পাওয়ার কোন ইচ্ছে নেই,,, এখন আমার ভাই কিভাবে হালাল টাকায় ব্যবসা শুরু করতে পারে?
ফাতেমি মোহরানার বর্তমান টাকার পরিমাণ টা জানতে চাই,,