আসসালামু আলাইকুম,, রেজিষ্ট্রেশন ছাড়া বিবাহ করলে কি বৈধ হবে??পড়ালেখা এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে একটু অসুবিধা আছে,,তবে ফেতনা থেকে দুরে থাকার জন্য বিবাহ করতে ইচ্ছুক...রাষ্ট্রীয় আইন,শাস্তি বাদ দিয়ে ইসলাম এ বিষয়ে কি বলে?শরিয়ত সম্মত বা বৈধ হবে কিনা এবং তারা সংসার করতে পারবে কিনা,,যদিও যতটা সম্ভব নিজ পরিবার ছাড়া বিবাহের কথা জানাতে ইচ্ছুক না,যেহেতু পড়ালেখা চলমান,,এটাও কি বা বেঠিক কিনা জানাবেন,,
জাযাকাল্লাহ