তালাক খুবই জঘন্য একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .
কাসীর ইবন উবায়দ .......... ইবন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা‘আলার নিকট নিকৃষ্টতম হালাল বস্তু হল তালাক।
(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।)
হযরত আবু মুসা রাযি থেকে বর্ণিত,
عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الله تعالى لا يحب الذواقين ولا الذواقات
قال الهيثمي : رواه الطبراني وفيه راو لم يسم وبقية إسناده حسن. مجمع الزوائد - (4 / 617) ،
وضعفه الشيخ الألباني في ضعيف الجامع برقم : 1673
অর্থঃ-
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
নিশ্চয় আল্লাহ তা'আলা স্বাদ আস্বাদনকারী পুরুষ ও স্বাদ আস্বাদনকারী মহিলাদেরকে পছন্দ করেন না।
মাজমা'উ যাওয়ায়েদ-৪/৬১৭।
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত কারনে স্বামী স্ত্রীকে তালাক দিলে স্বামী গুনাহগার হবে।
কেননা এটি শরীয়তে তালাক দেওয়ার মতো গ্রহনযোগ্য ওযর নয়।
প্রশ্নে উল্লেখিত ভাইয়ের প্রতি পরামর্শ থাকেব,তালাক না দিয়ে সেই স্ত্রীকে নিয়েই ঘর সংসার করার।
আল্লাহ তায়ালা এই স্ত্রীর মাঝেই আপনার কল্যান রেখেছেন,মনে করে তাকে ভালোবাসা শুরু করুন।
আল্লাহ তা'আলা বলেনঃ
قال تعالى: (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئاً ويجعل الله فيه خيراً كثيراً)
অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন।
সূরা নিসা-১৯
শুরু থেকেই তাকে অপছন্দ করার কারনে এখনো তাকে মানিয়ে নিতে পারেননি।
এভাবে তালাক দিলে একজন মেয়ের জীবনে নিয়ে খেলা হয়ে যাবে,যার কারনে আখেরাতে এর জন্য শাস্তি হবে।
সুতরাং আখেরাতের অনন্তকালের দিকে তাকিয়ে তাকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করার পরামর্শ প্রদান করছি।