আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
181 views
in সালাত(Prayer) by (14 points)
আসসালামু আলাইকুম,
কেও যদি কোনো কাজে ৮০ কি.মি এর চেয়ে বেশি দূরে এবং ৭-৮ মাস থাকার উদ্দেশ্যে সফর করে।তবে কি তার জামায়াতে নামায পড়ার বাধ্যবাধকতা থাকে?

আর তার নামায কি অন্য সাধারণ মুসলমানদের নামাযের তুলনায় কোনো ভিন্নতা থাকবে?অর্থাৎ কসর হওয়া বা অন্য কোনো নিয়ম?

1 Answer

0 votes
by (58,830 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

মুসাফিরের জন্য স্বাভাবিক অবস্থায় জামাতের সাথে নামাজ আদায় করাই নিয়ম। সফরের কোনো তাড়া না থাকলে মুসাফির জামাতেই নামাজ পড়বে। আর মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইকতেদা করলে চার রাকাত বিশিষ্ট নামাজ চার রাকাতই পড়া জরুরি হয়ে যায়। এক্ষেত্রে ইমামের পিছনে পুরো চার রাকাত না পেলেও মাসবুকের ন্যায় ছুটে যাওয়া রাকাতগুলো ইমামের সালামের পর আদায় করে নিতে হবে। নতুবা নামাজ হবে না।

উল্লেখ্য, মুসাফিরের জন্য চার রাকাত বিশিষ্ট ফরয নামাজ দুই রাকাত পড়ার হুকুম কেবল তখনই, যখন সে একাকী নামাজ পড়বে বা নিজে ইমামতি করবে কিংবা অন্য কোনো মুসাফির ইমামের পিছনে ইকতেদা করবে। মুকিম ইমামের পিছনে ইকতেদা করলে ইমামের অনুসরণে তার ওপরও চার রাকাত আদায় করা আবশ্যক হয়ে যায়। (তাবয়িনুল হাকায়েক : ১ : ৫১৫; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৪২)

https://ifatwa.info/5558/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, বিন বায রাহ বলেন,

"إذا كان المسافر في الطريق فلا بأس ، أما إذا وصل البلد فلا يصلي وحده ، بل عليه أن يصلي مع الناس ويتم ، أما في الطريق إذا كان وحده وحضرت الصلاة فلا بأس أن يصلي في السفر وحده ويقصر الرباعية اثنتين" اهـ .

যদি মুসাফির রাস্তায় থাকেন,তাহলে উনি একা একা নামায পড়তে পারবেন।এতে কোনো সমস্যা নাই।কিন্তু উদ্দিষ্ট শহরে পৌছে গেলে তিনি আর একা নামায পড়বেন না।বরং উনার উপর ওয়াজিব,তিনি জামাতের সাথে নামায পড়বেন।(মাজ'মুআহ ফাতাওয়া-১২/২৯৭)

ইবনে উসাইমিন রাহ লিখেন,

ولا تسقط صلاة الجماعة عن المسافر ؛ لأن الله تعالى أمر بها في حال القتال فقال : (وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ ) النساء/102 . وعلى هذا فإذا كان المسافر في بلد غير بلده وجب عليه أن يحضر الجماعة في المسجد إذا سمع النداء إلا أن يكون بعيداً أو يخاف فوت رفقته, لعموم الأدلة الدالة على وجوب صلاة الجماعة على من سمع النداء أو الإقامة " اهـ .

মুসাফিরের উপর থেকে জামাতের বিধান পুরোপুরি রহিত হবে না।যখন যুদ্ধের ময়দানে আল্লাহ তা'আলা জামাতে নামায পড়ান বিধান দিচ্ছেন,তখন মুসাফিরের উপর থেকে জামাতের বিধান পুরোপুরি রহিত হবে না।

সুতরাং মুসাফির যদি নিজ শহর ব্যতীত ভিন্ন কোনো শহরে থাকে,এবং তথায় শান্তির সাথে থাকে,তাহলে সেখানে আযান শ্রবণ করার পর মসজিদে উপস্থিত হয়ে নামায পড়তে হবে।তবে যদি জান মালের ক্ষতির আশংকা থাকে,বা সঙ্গী হারিয়ে যাওয়ার ভয় থাকে,তাহলে তখন মসজিদে উপস্থিত হয়ে জামাতে নামায ওয়াজিব হবে না। (মাজ'মুউ ফাতাওয়া ও রাসাঈল-১২/২৫২)

 সু-প্রিয় পাঠকবর্গ!

মুসাফির যদি শান্তি ও নিরাপত্তার সাথে থাকে,এবং নিজ জান ও মালের ক্ষতির আশংকা না থাকে,তাহলে খালিমূখে আযান যতদূর থেকে শ্রবণ করা যাবে,ততদূর থেকে মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব।অন্যথায় মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব হবে না।

শরয়ী সফরের দূরত্ব অতিক্রম করার নিয়তে ১৫ দিনের কম দিন থাকার নিয়তে সফর করলে আপনি আপনার শহরের শেষ সীমানা অতিক্রম করার পর কসর শুরু করবেন। কিন্তু প্রশ্নেল্লিখিত ছুরতে যেহেতু ১৫ দিনের বেশী অর্থাৎ ৭/৮ মাস থাকার নিয়ত করেছে বিধায় ঐ ব্যক্তির উপর কসরের হুকুম আসবে না । বরং তাকে সাধারণ মুকীমের মত নামাজ আদায় করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 207 views
...