আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
305 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
১. বিবাহের সময় মোহরানার একটা অংশ বাকি রেখে বিবাহ সম্পন্ন হয়েছিল । এখন সেই মোহরানার গয়না অথবা টাকা কমানো বা বাড়ানো যাবে কি না ?

২. যদি মোহরানা পরিশোধ করা হয় এবং এতে যদি মোহরানার পরিমান যাকাতের নিসাব পরিমান হয়ে যায় এবং এক্ষেত্রে যদি পাত্রি যদি উপার্জনহীন হয় তাহলে তার নিজের ওপর অথবা তার উপার্জন সক্ষম মাহারামের ওপর সেই যাকাত আসবে কি না ?

1 Answer

0 votes
by (57,180 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://ifatwa.info/30436/?show=30436#q30436 নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, দেনমোহর বিয়ের আকদের পর প্রদান করাতে কোন সমস্যা নেই। তবে সহবাসের পূর্বে প্রদান করাই উত্তম। তবে যদি স্ত্রী দেনমোহর প্রদান করা ছাড়াই সহবাসের অনুমতি প্রদান করে তাহলে কোন সমস্যা নেই। বাকি স্ত্রী দেনমোহর প্রদান করা ছাড়া প্রথম সহবাসের পূর্বে বাঁধা প্রদান করতে পারবে। কিন্তু একবার সহবাস হয়ে গেলে আর বাঁধা দিতে পারবে না। কিন্তু স্বামীর জিম্মায় দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে বাকি থেকে যাবে।

স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামী অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।

وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥]

তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। [সূরা মায়িদা-৫]

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ  [٦٠:١٠]

তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। [সূরা মুমতাহিনা-১০]

https://www.ifatwa.info/3498 নং ফাতাওয়া আমরা উল্লেখ করেছি যে,

বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।

০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।

১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা।

বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা।

১০(১০*১২০০)দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।

এটা হলো প্রত্যেক মহিলার জন্য শরীয়তের পক্ষ্য থেকে সর্বশেষ নির্ধারিত মহর।যাকে শরীয়তের হক বলা হয়ে থাকে।এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না।সুতরাং বর্তমান হিসেব অনুযায়ী ৩,১৫০ টাকা এর নিম্নে মহর নির্ধারণ করা যাবে না।

 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

১.বিয়ের সময় যেই পরিমাণ মোহরানা নির্ধারণ করা হয়েছে, তাই পরিশোধ করতে হবে। কেউ যদি নির্ধারিত পরিমানের থেকে অতিরিক্ত দেয় তাহলে জায়েয আছে কিন্তু কম দেওয়া জায়েয নেই। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় মোহারানা মাফ করে দেয় বা পূর্ব নির্ধারিত মোহরানা থেকে কিছু অংশ কমিয়ে  তাহলে তা জায়েয আছে। তবে মোহরানা একান্ত স্ত্রীর প্রাপ্য ও অধিকার। যদি কোন স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় না করে এবং স্ত্রী তা মাফও না করে তাহলে ঐ ব্যক্তি গোনাহগার হবে এবং হুকুকুল ইবাদ নষ্ট কারী হিসেবে আল্লাহ দরবারে হাজির হতে হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া অত্যন্ত জরুরী।

২. যদি স্ত্রীর উপর যাকাত ফরজ হয় তাহলে এটা স্ত্রীর দায়ীত্বেই আদায় করা ফরজ। তার কাছে যদি অতিরিক্ত কোনো টাকা না থাকে, তাহলে কারো কাছ থেকে ঋণ নিয়ে সে যাকাত আদায় করবে। বা অন্য যেকোনো ভাবে টাকা জোগাড় করে যাকাত আদায় করবে। স্ত্রীর পক্ষ থেকে মাহরামের উপর যাকাত আবশ্যক হবে না। যদি উক্ত মোহরের পরিমাণ নেসাব সমপরিমাণ হয়, তাহলেই স্ত্রীর উপর যাকাত আবশ্যক হবে। মোহরের টাকা পরিশোধ করে স্ত্রীর হস্তগত করার আগে উক্ত সম্পদে স্ত্রীর মালিকানা সাব্যস্ত হয় না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...