আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
250 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম শাইখ।
১)হাসান রা: কি ১০০ বিবাহ করেছিলেন? বা অনেক বিবাহ করেছিলেন? যদি করে থাকেন, তাহলে সেগুলোর কারণ কেমন ছিল?
২) অন্তরে সঠিক বিশ্বাস রেখে পরীক্ষার খাতায় বেশি নম্বর পাওয়ার আশায় ইসলামের ইতিহাস বিষয়ক কোনো ধরনের ভুল তথ্য উপস্থাপন করা কি জায়েজ হবে?
৩) পিকে hitti ও সৈয়দ আমীর আলীর ইসলামের ইতিহাস বিষয়ক বইগুলো সম্পর্কে জানা থাকলে বলবেন।
জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
সহীহ রেওয়ায়েত থেকে পাওয়া যায় যে হাসান রাঃ  ৭০ টি বিবাহ করেছিলেন।
সব সময় চারজন স্বাধীন মহিলা তাঁর স্ত্রী হিসাবে থাকতেনই।
তবে কোনো সময় চার জনের বেশি স্ত্রী ছিলোনা।
বহু স্ত্রীকে তিনি তালাক দিয়েছিলেন।

سير أعلام النبلاء للذهبي  :
 وَقَدْ كَانَ هَذَا الإِمَامُ سَيِّداً، وَسِيماً، جَمِيْلاً، عَاقِلاً، رَزِيناً، جَوَاداً، مُمَدَّحاً، خَيِّراً، دَيِّناً، وَرِعاً، مُحتشِماً، كَبِيرَ الشَّأْنِ.وَكَانَ مِنْكَاحاً، مِطْلاَقاً، تَزَوَّجَ نَحْواً مِنْ سَبْعِيْنَ امْرَأَةً، وَقَلَّمَا كَانَ يُفَارِقُهُ أَرْبَعُ ضَرَائِرَ.عَنْ جَعْفَرٍ الصَّادِقِ: أَنَّ عَلِيّاً قَالَ: يَا أَهْلَ الكُوْفَةِ! لاَ تُزَوِّجُوا الحَسَنَ، فَإِنَّهُ مِطْلاَقٌ.فَقَالَ رَجُلٌ: وَاللهِ لَنُزَوِّجَنَّهُ، فَمَا رَضِيَ أَمْسَكَ، وَمَا كَرِهَ طَلَّقَ.قَالَ ابْنُ سِيْرِيْنَ: تَزَوَّجَ الحَسَنُ امْرَأَةً، فَأَرْسَلَ إِلَيْهَا بِمائَةِ جَارِيَةٍ، مَعَ كُلِّ جَارِيَةٍ أَلْفُ دِرْهَمٍ.
(سير أعلام النبلاء للذهبي ،من صغار الصحابة، الحسن بن علي ابن ابي طالب، ٣ / ٢٥٣ )  فقط والله أعلم 
সারমর্মঃ 
হযরত ইমাম হাসান (রা) বহু বিবাহকারী লোক ছিলেন। সব সময় চারজন স্বাধীন মহিলা তাঁর স্ত্রী হিসাবে থাকতেনই। তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন। তিনি সর্বমোট ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন। 
তাঁর পিতা হজরত আলী (রা) কুফার লোকদিগকে বলতেন, “তোমরা মহিলাদেরকে হাসানের নিকট বিবাহ দিও না. কারণ সে একজন অতিশয় তালাক দানকারী পুরুষ”. উত্তরে তারা বলতো ” হে আমিরুল মুমিনীন! 
আল্লাহর কসম,আমরা বিবাহ দিবো,তিনি চাইলে রাখতে পারেন,চাইলে তালাক দিতে পারেন।
 
البداية والنهاية (ط: إحياء التراث)  :
قالوا: وكان كثير التزوج،  وكان لايفارقه أربع حرائر،  وكان مطلاقًا مصداقًا، يقال: إنه أحصن سبعين امرأة،
(سنة تسع وأربعين ج نمبر ۸ ص نمبر۴۲،دار احیاء التراث)
সারমর্মঃ 
হযরত ইমাম হাসান (রা) বহু বিবাহকারী লোক ছিলেন। সব সময় চারজন স্বাধীন মহিলা তাঁর স্ত্রী হিসাবে থাকতেনই।
বলা হয় যে তিনি স্বাধীন ৭০ মহিলাকে বিবাহ করেছেন।

★তার বহু বিবাহের কারন সম্পর্কে কোথাও খুজে পাইনি।
তবে তার পিতা আলি রাঃ তাকে বহু বিবাহ থেকে নিষেধ করেছিলেন। 

(০২)
এক্ষেত্রে পাঠ্য বই,বা যার মত লেখা হচ্ছে তার নাম,বা যেই গ্রন্থ থেকে লেখা হচ্ছে বা যেই গ্রন্থে এটি রয়েছে তার নাম উল্লেখ করে লিখবেন।
,
তাহলে গুনাহ হবেনা 

এ সংক্রান্ত জানুনঃ 

(০৩)
তাদের লেখা অনেক ইসলামের ইতিহাসের বই আছে।
তবে তাদের বইগুলোতে এমন অনেক ইতিহাস ও তথ্য পাওয়া যায়,যাহা অনেক ইসলামী স্কলারগনদের মতে সহীহ নয়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...