ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনি এক রাকাত অতিরিক্ত পড়েছেন, তবে যেহেতু ইমামের সাথে চতুর্থ রা'কাতে বৈঠক করেছেন, তাই আপনার ফরয নামায যা ইমামের সাথে পড়েছেন, সেটা আদায় হয়ে গেছে। তবে অতিরিক্ত এক রাকাত বেকার বলে গণ্য হবে।তা সওয়াবের জন্য ধর্তব্য হবে না।
(২)
প্রত্যেক রা'কাতে দুইটি সিজদা ফরয।সুতরাং আপনার ফরয আদায় হয়নি , তাই আপনি উক্ত নামাযকে আবার দোহড়িয়ে নিবেন।
(৩)
কোনো রা'কাতে একটি সিজদা দেওয়ার পর যদি মনে হয় যে, একটি সিজদা দেয়া হয়নি, এবং এটা মনে করে যদি কেউ সাহু সিজদা দিয়ে দেয়, তাহলে নামায আদায় হবে না।বরং আবার নামায দোহড়িয়ে পড়তে হবে।
(৪)
ইচ্ছাকৃত তিন তাসবীহের সমপরিমাণ সময় যদি কেউ অনর্থকভাবে কাটায়,তাহলে তার উপর সাহু সিজদা আসে। কোনো বিশেষ কারণবশত হয়ে গেলে, তখন সাহু সিজদা আসবে না।
(৫)
জ্বী, তখন সাহু সিজদার প্রয়োজন নাই।
(৬)
জ্বী, তখন যেহেতু তাহাররি হয়নি, তাই সাহু সিজদাও আসবে না।