ফরয গোসলে তো পুরো শরীর ধৌত করতে হয় ৷ আমার প্রশ্ন হলো, কানের ছিদ্রের বাইরে যে কানের পাতাটা আছে, সেটার ভিতরের দিকটা কিভাবে ধুবো ? অর্থাৎ কানের পাতার ভিতরদিকে যে প্যাঁচগুলো আছে, এগুলো কিভাবে ধুবো ? এটা তো ভেজা আঙুল দিয়ে মাসেহ করা যায়, কিন্তু ধৌত করা তো সম্ভব না ৷ ধৌত করলে তো কানের ছিদ্রে পানি ঢুকে যাবে ৷ আমার প্রশ্ন হলো, কানের পাতার ভিতরের সাইড টা ভেজা আঙুল দিয়ে মাসেহ করলে চলবে ?