১. কোন এপ্লিকেশন বাংলাদেশে ব্যবহারের জন্য গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়নি সে সময়ে এমন এপ্লিকেশন এর ফাইল গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার জায়েয হবে?কোম্পানি এভাবে ডাউলোড করেও ফাইল ব্যবহারের অনুমতি দেয়, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য তখনো তারা অফিসিয়াল ভাবে এপ্লিকেশন প্লে স্টোরে (গুগল থেকে ডাউনলোড করলেও এপ্লিকেশনের সব একই থাকে) রিলিজ দেয়নি। এমন এপ্লিকেশন ব্যবহার করে ফেললেও পরবর্তীতে করণীয় কি,যেহেতু আমি আর্থিক কোন সেবা ভোগ করিনি,ফ্রি ইউজার ছিলাম,বর্তমানে তা বাংলাদেশের জন্য উন্মুক্ত এবং এপ্লিকেশন ইন্সটল করে ফ্রি ইউজার হিসেবে কিছু কিছু সুবিধা ব্যবহার করা যায়,সমস্ত সুবিধা পেতে একাউন্ট খুলার কালে টাকা লাগে।
২. বাংলাদেশে উন্মুক্ত করার ও ১০-১১ মাস আগে উক্ত এপ ব্যবহারের জন্য আমি এবং আমার আরো বন্ধুরা মিলে একাউন্ট ক্রয়ের সিদ্ধান্ত নেই,আমাদের ক্রেডিট বা ডেবিট কার্ড না থাকায় ফেসবুক এ একজন বিক্রেতা খুজে পাই,উনি খুবই সুলভ মুল্যে ৬ মাসের জন্যে এপ্লিকেশন এর একাউন্ট বিক্রির অফার দিয়েছিলেন,আমরা তার থেকে একাউন্ট ক্রয় করি, উক্ত এপ্লিকেশন এর একাউন্ট তৈরি করতে ক্রেডিট/ডেবিট কার্ড বাধ্যতামুলক,প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিল দিতে হয় একাউন্টের ধরণ ভেদে,আমরা ভেবেছিলাম উক্ত ফেসবুক বিক্রেতা নিজেদের কার্ড ব্যবহার করে একাউন্ট খুলেছেন কোনোভাবে,৬ মাস পর একাউন্ট নিজে থেকেই বাতিল হয়ে যাবে,কিন্তু সেই বিক্রেতা কিভাবে কোন পদ্ধতিতে কোন এক বিদেশী লোকের কার্ড ব্যবহার করে একাউন্ট খুলে আমাদের দিয়েছে তা জানা নেই,৬ মাস পেরিয়ে ১৩ মাসে গিয়ে ঠেকলেও একাউন্ট বরাবরের মত সচল,বিল প্রতি মাসে নিজেই থেকেই পরিশোধ হয়ে যাচ্ছে,সেলার এর কার্ড হলে তো ৬ মাস পরেই আবার একাউন্ট মেয়াদ রিনিউ এর জন্য মেসেজ দিতো,সেলার কে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করেছি,তার ফেসবুক পেজ কিছুদিন পর একেবারে গায়েব,ফোন নাম্বারেও কল ধরলেন ই না,ফলে জানা সম্ভব হয়নি, এখন আমার ধারনা বিদেশী লোকের অজান্তেই তার কার্ড দিয়ে একাউন্ট তৈরি করে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে সেই ফেসবুক সেলার,বিদেশী লোকের অজান্তে তার কার্ড দিয়ে বিল দেওয়া হয়েছে এতদিন।
# আমরা যেহেতু ফেসবুক বিক্রেতার কাছ থেকে কিনেছি,বিদেশী লোক কে চিনি না,নাম জানি না,ঠিকানাও বের করা এখন অসম্ভব,সবকিছু খোজার সর্বোচ্চ চেষ্টা করেছি, ১ বছরের বেশি হবে ফেসবুক পেজের সাথে কথোপকথনের সব তথ্য মুছে গেছে,সেলার এর ফোন নাম্বার বাদে আর কোন তথ্যই কোথাও ছিলোনা,কল করলে একবার ও ধরেন নি।
-> এখন দুই পক্ষ থেকে এই ঘটনার দায় ভার কার হবে,হক নষ্টের দায় কার হবে,হক আদায় করবে কারা?
-> আমরা যেহেতু ১ম ৬ মাসের জন্য সেলারকে বিল দিয়েছিলাম, সে কিভাবে একাউন্ট খুলে দিবে,কার কার্ড দিয়ে তা নিয়ে কোন কিছুই জানায়নি,যদি আমাদের বন্ধুদের ও হক নষ্টের দায় নিতে হয় তবে কি চুক্তির ৬ মাসের জন্যও হক আদায় করতে হবে?আমরা তো সেলারের মাধ্যমে একাউন্ট নিয়েছি,৬ মাসের জন্যে তার চাওয়া টাকা তাকে দিয়েছি শুরুতেই।
-> মোট ১৩ মাস ব্যবহারের পরবর্তী ৫ মাস এর বিল নিজে থেকেই শোধ হয়েছে,কিন্তু আমাদের চুক্তি ১ম ৬ মাসের জন্যে ছিলো,পরের ৫ মাসেও আমার বন্ধুরা ব্যবহার করেছে,তাই ধরে নিয়েছি এই ৫ মাসের হক হয়ত আমাদের হয়ত আদায় করতে হবে,আমি কি সঠিক ধারণা করছি?
-> আমার এবং আমার বন্ধুদের যদি হক আদায় করতে হয় তবে যদি সকলের অংশ আমি সম্পুর্ণ নিজে থেকে আদায় করে দেই,তবে সেটি কি জায়েয হবে? এই ব্যাপারে বন্ধু মহলে একজনের সাথে অনেক মনোমালিন্য হওয়ায় এই ব্যাপারে আর কোন কথা আবারো তুলতে চাচ্ছিনা,আবারো বন্ধুত্বে সমস্যা হওয়ার আশংকা করছি,তাদের এবং আমার আদায়ের পরিমাণ গোপনেই আমি আমার থেকে আদায় করে দিতে চাচ্ছি,এটি জায়েয আছে কি?
সম্পুর্ণ ঘটনার উপর উপর ভিত্তি করে আমার সমস্যাটির সমাধান জানালে অনেক উপকৃত হবো,জাজাকুমুল্লাহ খাইরান।