আসসালামুয়ালাইকুম, আমার হলে ইলেকট্রিক ক্যাটল ব্যবহার করার অনুমতি নেই।এটা আমরা ফর্মে সাইন করেই হলে রেজিস্ট্রেশন করি।
ফর্মে লিখা ছিলো তারা গোসলের জন্য গীজার দিবে,খাবার জন্য গরম পানি প্রভাইড করবে। কিন্তু এতো শীতে তারা কিছুই দেয়নি।গীজার দেয় নি।গরম পানি ও দেয় না।আমার হল্ গ্ৰাম এলাকায়,প্রচুর ঠাণ্ডা।আমাদের অনেকের অজু অনেক বার করতে হয় (এক ওয়াক্তে ৩/৪বার বা অনেক সময় তার চেয়েও বেশি),এতো বেশি ঠাণ্ডা পানিতে এটা খুবই কষ্টসাধ্য।
এমন অবস্থায় আমি হলের দায়িত্বরত শিক্ষিকাকে আমাদের সমস্যার কথা বলি এবং ইলেকট্রিক ক্যাটল ব্যবহারের জন্য অনুমতির কথা বলি। কিন্তু তিনি অনুমতি দেন নি। বলেছেন এভাবেই মানিয়ে নিতে।
এখন অনুমতি ছাড়া যদি ইলেকট্রিক ক্যাটল ব্যবহার করি তাহলে কি চুক্তি ভঙ্গ হবে?জায়েজ হবে?দয়া করে উত্তর দিবেন।