জবাবঃ-
এই হাদিসটি ইবনে আসাকির তারিখে দিমাস্ক এবং ইবনুল আদীম তারিখে হালব এবং ইবনে কাসির আল-বেদায় ওয়াননেহায়া কিতাবে এনেছেন।তবে হাদীসটি যঈফ।কেননা ইমাম শা'বী উমর রাযি থেকে যতগুলো বর্ণনা করেন,সবগুলোই মুনকাতি।কেউ কেউ বলেন,ইমাম শা'বী উমর রাযি থেকে যা বর্ণনা করেন,তা মুরসাল।
মাজালিদ ইবনে সাঈদ রাবী অনেক বেশী যঈফ।
খালিদ রাযি কে অপসারণ করার কারণ ছিলো,মানুষ মনে করত,খালেদের কারণেই বিজয় হচ্ছে,এ জন্য উমর রাযি খালিদ বিন ওয়ালিদ রাযি কে অপসারণ করলেন,যাতে করে মানুষ বুঝে,সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ্য থেকেই আসে।আল্লাহ যাকে ইচ্ছা তার মাধ্যমেই বিজয় দান করেন।
অথবা গণিমতের মালের বন্টন পদ্ধতি নিয়ে মতপার্থক্য হওয়ার কারণে অপসারণ করেন।