পরিবারের ৩ সন্তান ২ মেয়ে বড় ১ টা ছেলে ছোট।বড় মেয়ে বিয়ে হয়েছে তার পছন্দ মতন অনার্স ৩ বর্ষে সকলের সম্মতিতে,কলমা হবার পর দিন থেকেই স্বামীর উপর সকল খরচ নিতে বলা হয় সে নেয়।কিন্তু মেয়ের পরিবার দিন দিন চায় মেয়ে তাদের নামে বাড়ি করবে তাদের টাকা দিবে অনেকে দেয় দেখে তাই তারা বড় কথা বলবে,ছোট থেকেই মাথায় ঢুকানো বড় হবা, চাকরী করবা টাকা কামাবা মা বাবা কে দিবা।।অাবেগে বিয়ের পর অনেক কিছু ই দেয়া হতো,স্বামীর কে না জানিয়ে বা মিথ্যা বলেও টাকা তাদের বিলাসীতার পিছনে খরচ করা হতো।স্বামী অালহামদুলিল্লাহ যখন যা পারে তার দায়িত্ব করে কিন্তু শশুড় বাড়ি গেলেই পরিস্থিতি যেমন হোক হাত ভরে জিনিস নিতে হবে লোকের নিকট বড় হবে এমন একটা মন মানুষিকতা।যাই হোক মেয়েটা নিজেকে ধীরে পরিবর্তন করতে চাচ্ছে কারন সে অার এখন অাগের মতন স্বামীর অামানত নষ্ট করে না,, স্বামীর অার্থিক সমস্যা বুঝতে চেষ্টা করে,কুরআনের ক্লাস করে এতে মেয়ের মা খুব খুশী না তাদের মেইন কথা হলো কষ্ট করে বড় করছে স্বামীর টান টানার জন্য?? এমন মন মানুষিকতা।শুধু দিতে থাকো এমন চায়।
কিন্তু তারা ভালো খায়,,পড়ে সব চলে,, বাবা কাজ করে পারশ্রমিক নেয় + মালিকের কাছে সুদে টাকা নেয়।এভাবে মিশ্রিত অায়ে মেয়ের বাবার সংসার চলে। মেয়েটি কি করবে সে কি বাবার বাড়ির কোন খাবার খাবে না?? বা তাদের দেয়া কিছু নিবে না।মেয়ের স্বামীকে কি বলবে যদি শশুর বাড়ি থেকে স্বামীকে কিছু দেয়?অার বাবার বাড়ি কিছু দিন একদম যাওয়া হয় না কারন মেয়ের স্বামী অার্থিক সমস্যায় অাছে + কুরআন শিখার জন্য সময় দেয়া হয় এটা নিয়ে মেয়ের মা নানা রকম কথা বলে কি করা উচিত মেয়েটার? মেয়ের মা তালিম করে,সব বুঝে কিন্তু সে চায় মেয়ের জামাই তাদের দিবে,,মেয়ে দিবে। তাদের বাড়ি করে দিবে, বলে রাখি মেয়ে থাকে ভাড়া বাসায়,,সঞয় নেই, কিন্তু মেয়ের বাবার বাড়ি নিজেদের কিন্তু টিনের।তাদের ব্যাংকেও টাকা অাছে।
মেয়েটি কি করবে কি ভাবে সে তার মা বাবা বিশেষ করে মাকে খুশী করবে? হারাম থেকে হক্কের কথা বললে মা কষ্ট পায় বলে এখন graduate হয়ে সারাদিন কুরআনের ক্লাস নিয়েই থাকি চাকরি হয় না,,সে গর্ব করতে পারে না।মন টা ছটফট করে।মা হয়েও বুঝে না।
ইসলামে বাবা মা র দায়িত্ব কি বড় সন্তানের উপর ফরজ? বিবাহিত হয়ে স্বামীর কষ্ট বুঝতে হয় সেখান থেকে কিভাবে বাবার সংসারে দিব? বাবা মা মেয়ের থেকেও ভালো খায়,, থাকে কিন্তু সমস্যা হলো পড়াশোনা করিয়ে এখন সংসার করবো,,অারবী ক্লাস করবো এটা মানতে পারছে না।
১.সুদের টাকা+ সময়ের পারিশ্রমিক ২ ধরনের ইনকামে বাবার বাড়ি চলে। তাদের খাবার, জিনিস কি অামি গ্রহন করবো না? মাঝে মাঝে যখন বেড়াতে যাওয়া লাগে তখন কিভাবে না খেয়ে পারবো বা তারা কিছু মেয়ে জামাইকে দেয় তখন কি করবো,তাকে তো বাবার এমন কথা বলা যায় না?
২.বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি + স্বামীর সংসারে দায়িত্ব কিভাবে করা উচিত, যদিও বাবার বাড়ির কোন অভাব নেই। কিন্তু স্বামীর ঋন অাছে,ভাড়া বাসা,সব সময় কাজ ও থাকে না।