শেষ এ প্রশ্ন একটু ভালোভাবে দেখবেন।।
ঘটানা শুরু হয় ডিসেম্বর এর ১৩ তারিখ আমি তালাক এর মাসালা পরে ওয়াসওয়াসায় ভুগছিলাম তো এগুলা থেকে মুক্তি পেতে ভাবি যে একবার শর্ত দিয়েই দেই তাই আমি বলি,ও যদি কোনো ছেলের সাথে নাচে তাহলে ওর সাথে আমার তালাক হয়ে যাবে,এখানে আমি বিবাহের সাথে নিসবত করে বলেছিলাম কি বলিনি তখন আমার মনে নেই একটুও মনে পরছিলো না যে আমি বিবাহের পর তালাক এভাবে বলেছিলাম নাকি শুধু তালাক বলেছিলাম।তো এক বড় ভাই মোটামুটি মুফতি ই বলা চলে ওনাকে জিগ্যেস করেছিলাম যে এখন যে আমার মনে পড়ছেনা আমার করণীয় কি? তো সে বল্লো যে আপনার মনের মধ্যে যেটা বেশি মনে হয় সেটাই ধরা হবে,আর মুফতি ওলি ওল্লাহ সাহেব বলেছিলেন যে বিবাহের সাথে নিসবত করেছেন কি করেন নি আপনার মনে না থাকলে,ইসলাম এর মুল বিধান তালাক না হওয়া তাই শর্ত পরবেনা।তো আমি আমার বড় ভাই এর কথা মতো মনে করতে থাকি যে আমার মন কোনটা বেশি বলে নিসবত করেছিলাম কি করিনি তো আমি ধরে নিয়েছলাম হয়তো নিসবত করেছিলাম এজন্য এটা ধরেই আমি সবাইকে মাসালা জিগ্যেস করেছি যে আমি বিয়ের সাথে নিসবত করে বলেছিলাম যে ও যদি কোনো ছেলের সাথে নাচে তাহলে ওর সাথে বিয়ে হলে বিয়ের পর তালাক হয়ে যাবে।
নাকি সবার কাছে সিকারক্তি দিয়েছি যে আমি নিসবত করেছি মানে ধরে নিয়েছিলাম যে হয়তো নিসবত করেছি তাই যে বাক্যটার সিকারক্তি দিয়েছি ওইটা ধরা হবে?
বি দ্র:
এর উত্তরে আপনারা বলেছেন যে যেহতু আমার মনে হয়েছে যে নিসবত করেছি তাই ওই হিসেবে ধরে নিয়ে আপনাদের কাছে জিজ্ঞাস করেছি তাই শর্ত পরবে।
1.এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যেই বাক্য টার সিকারক্তি দিয়েছিলাম ওইটাই ধরা হবে?আমি আপনাদের প্রশ্ন করার সময় বলেছিলাম যে"ও যদি কোনো ছেলের সাথে নাচে তাহলে ওর সাথে আমার বিয়ে হলে বিয়ের পর তালাক হয়ে যাবে"।তো এখন এটাই ধরা হবে?[আসলে মনে অনেক সন্দেহ আসে যে আমি অন্য কিছু বলে ফেল্লাম কিনা]
বিস্তারিত বলবেন।