আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,
উস্তাদজী ,
১/ কোন মেয়ের বাবা মূল যে ডিসলাইন সেটা এনে দিয়েছে গ্রামে , এবং এর থেকে মাসে অনেক অর্থ সে পায় , তবে নিশ্চয়ই এই অর্থ হারাম? ঐ মেয়ের বাবা শিক্ষক , শিক্ষকতা নিশ্চয়ই হালাল পেশা , এখন সে উভয় অর্থ যদি এক সাথে রেখে মাসের খরচ চালায় তবে কি ঐ অর্থ সম্পূর্ণ ই তার হারাম হবে , ? যেহেতু আল্লাহ্ বলেছেন, তোমরা হালালের সাথে হারাম মিলিয়ো না ।
মেয়ের এখন ও বিয়ে হয়নি , সে ইলম অর্জন করছে ঐ হারাম অর্থ খাবার খেয়ে , এখন তার কি করা উচিত ?
মেয়ের কদিন পর বিয়ে ইন্ শা আল্লাহ্ , এখন ঐ মেয়ে তার ইলম ধরে রাখার জন্য বাবার বাড়ি এসে যদি বলে আমাকে হারাম অর্থ খাবার খাওয়াবে না , আমি টাকা দিচ্ছি এটা দিয়েই আমার জন্য , খরচ করবে আর এ ক্ষেত্রে যদি বাবা মা কষ্ট পায় তবে করণীয় কি , আর মেয়ে তো কয়েক মাসের জন্য থাকলেও হয়তো ঐ ভাবে অর্থ দিয়ে থাকবে না , বা মেয়ের তো অবশ্যই বাবার বাড়ি বেড়াতে আসবে সে ক্ষেত্রে সে কি করলে আল্লাহ্ কে রাজি খুশি রাখতে পারবে ?
২ / কোন মেয়ের প্রতি মাসেই ঠিক মতো হায়েজ হয়েছে , এখন কোন এক মাসে যদি ১০ দিনের বেশি হয় তবে ১০ দিন হায়েজ ধরে পরবর্তী কয়দিন ইস্তেহাযা ধরে ঐ অবস্থাতেই সালাত আদায় করবে কি? এ ক্ষেত্রে জামা কাপড় কি নতুন করে ধুয়ে নিতে হবে? কোন নিয়ত ?
এ অবস্থায় কি কুরআন পড়তে পারবে?