বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)
অত্র আয়াতে পঞ্চ ইন্দ্রীয় ব্যতীত নিশ্চিতরূপে গাইবের সংবাদ সম্পর্কে বলা হয়েছে যে,তা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না।গাইব শুধুমাত্র আল্লাহ-ই জানেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ গাইবের সংবাদ জানে না।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা মাঝেমধ্যে কিছু সংবাদ জানিয়ে দিতেন। তবে সকল প্রকার গাইবের খবর রাসূলুল্লাহ সাঃ জানেন না বা জাননো হত না।সুতরাং একথা বলা যে, সকল প্রকার গাইবের খবর রাসূলুল্লাহ সাঃ কে জানানো হয়েছে বা রাসূলুল্লাহ সাঃ জানতেন, ''একথার কোনো ভিত্তি নাই।এবং এমনটা বলা শিরকের পর্যায়ভুক্ত।
(২)
রাসুল সাঃ কবর হতে "আরশ থেকে পৃথিবী পর্যন্ত" যা কিছু হচ্ছে সব দেখতে পান। আল্লাহ তা'য়ালা প্রদত্ত ক্ষমতায়।
একথারও কোনো বিত্তি নেই।
(৩)
ফিরিস্তারা আল্লাহর হুকুমে হাজির নাজির হতে পারেন।তবে আল্লাহ হুকুম না দিলে, কোনো ফিরিস্তাই তা পারবে না।