১/ আমার যদি গোসল ফরজ হয় এবং আমি সুন্নত পদ্ধতিতে গোসল না করে শুধুমাত্র গোসলের ৩ টি ফরজ পালন করে গোসল করি তাহলে কি ফরজ গোসল আদায় হয়ে যাবে?
২/ গোসলে অজ্ঞাতবসত কোনো স্থানে (কানের ভেতরের প্যাঁচে,নাভির ভেতরে) পানি না পৌঁছালে ফরজ গোসল আদায় হবে? (মানে যদি মনে না পড়ে যে কানে পানি দিয়েছিল নাকি না অথবা পানি দেয়ার পরেও কোনো লোম শুকনা থাকে)
৩/ মাথার চুল বেশি ঘন হলে এবং অজ্ঞাতবসত চুলের গোড়ায় পানি না পৌঁছালে ফরজ গোসল আদায় হবে?
৪/ যদি স্বপ্নদোষ কিংবা হস্তমৈথুনের জন্যে গোসল ফরজ হয় এবং গোসলের পূর্বে অযু করে না নেই,তাহলে সমস্যা হবে?