বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার প্রশ্নটি অস্পষ্ট মনে হচ্ছে।কমেন্টে স্পষ্ট করে লিখবেন।
আমরা যতটুকু বুঝতে পেরেছি,সেই আলোকে বলছি,
ফেইসবুক সামাজিক সাইট।কোনো কিছু কে প্রকাশ ও ভাইরাল করার নিয়তেই আপলোড করা হয়।সুতরাং ফেইসবুকে যে সমস্ত ছবি ভিডিও আপলোড করা হয়,সেগুলো দেখার প্রয়োজন হলে দেখা যাবে।শেয়ার করা যাবে।বা ডাউনলোড করে পোস্টও করা যাবে।তবে কোনো উক্তি পোস্ট করতে হলে, মূল লিখককে মেনশন করে দিতে হবে।তথা উৎসকে উল্লেখ করতে হবে।যদি ছবি বা ভিডিও কারো নিজস্ব বানানো থাকে,এবং তাতে কাজ করা থাকে,নাম লিখা থাকে,তাহলে উক্ত নামকে মুছা যাবে না।বরং যেভাবে নাম ছিলো সেভাবেই রাখতে হবে।নিজের নাম তাতে দেয়া যাবে না।