আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
233 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
edited by
অাসসালামুঅালাইকুম ওয়া রহমাতুল্লহ, শাঈখ


১."সালামুন অালাইকুম" বলে সালাম দেওয়া যাবে কি?
২.কেউ যদি চলন্ত অবস্থায় সালাম দিয়ে চলে যায় কিন্তু অামি সালামের উত্তর দিতে পারিনি(সে দূরে চলে যাওয়ায়) তখন কি হবে?

৩.অার যদি অামি সালামের জবাব দিই কিন্তু সে শুনেনি সেক্ষেত্রে সালামের জবাব অাদায় হবে?

৪.কেউ যদি নিজেকে অাল্লাহর গোলাম বলে পাশাপাশি নবীজির গোলাম বলে এটা কি শিরক হবে?

ঝাজাকাল্লাহ খয়রন

1 Answer

0 votes
by (58,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তায়ালা বলেন-

الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

ফেরেশতা যাদের জান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায়। ফেরেশতারা বলেঃ তোমাদের প্রতি শাস্তি বর্ষিত হোক। তোমরা যা করতে, তার প্রতিদানে জান্নাতে প্রবেশ কর। (সূরা নাহল, আয়াত নং-৩২)

 

সালামের জবাব দেওয়া আবশ্যক।  কারণ, আল্লাহ্ তা‘আলা বলেন,

وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآ 

আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। (সূরা আন নিসা ৮৬)

 

শরীয়তের বিধান হলোঃ   লিখিত সালামের জবাব লিখেও দেওয়া যায় আবার মুখে উচ্চারণ করেও দেওয়া যায়। 

ফেসবুক বা এরকম সামাজিক যোগাযোগ সাইটে মেসেজ করে যদি কাউকে কেহ সালাম দেয়, সেক্ষেত্রে সালামের জবাব দেওয়া আবশ্যক। 

লিখিত আকারে না দিলে মৌখিকও দিতে পারেন।

 

কেউ লিখিত সালাম দিলে তার উত্তরে চাইলে জবাব লিখে পরবর্তী চিঠি পাঠানো যেতে পারে অথবা লিখে পাঠানো কষ্টদায়ক মনে হলে নিজে নিজে মুখে জবাব দেওয়া যেতে পারে এক্ষেত্রে মৌখিক জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয় এবং সালামের জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা জরুরি নয়। বরং একাকী মুখে জবাব দিয়ে দিলেই হবে। (ফয়যুল কাদীর ৪/৩১; রদ্দুল মুহতার ৬/৪১)

 

বিস্তারিত জানুনঃ 

https://ifatwa.info/3817/


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. হ্যাঁ, এভাবে সালাম দেওয়া যাবে।

২. সে দূরে চলে গেলেও সালামের উত্তর দিবেন। যদিও সে না শুনতে পাই।

৩. হ্যাঁ, হবে। তবে যদি সালাম দাতা নিকটে হয় তাহলে তাকে সালামের উত্তর শুনিয়ে দেওয়া আবশ্যক।

৪. স্বাভাবিক ভাবে বললে শিরক হবে না। তবে এমন কথা বার্তা ইত্যাদি থেকে বিরত থাকা চাই। আর যদি নবীজীর গোলাম দ্বারা নবীজীর দাসত্ব অর্থে নেয় তখন শিরক হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...