আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
210 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)

আসসালামু আলাইকুম শায়েখ। 

১. বাদ্যযন্ত্র ভেঙে ফেলার বদলে আগুনে পুড়িয়ে ফেলা যাবে কি? 

২. বালেগা বোন তার নাবালেগ ভাইয়ের সাথে পাশাপাশি বসে আলাদাভাবে সালাত আদায় করতে পারবে কি? জামাত ছাড়া?

৩. যদি আমি পর্দা, হারাম কাজ ইত্যাদির কুরআন সুন্নাহের আলোকে বিভিন্ন ফাতওয়ার নোট লিখে আত্মীয়, বন্ধু বান্ধবদের দিয়ে দ্বীনের দাওয়াত দিতে চাই সেটা কি ঠিক হবে? এক্ষেত্রে সেখানে কুরআনের আয়াত ও হাদিস লেখা থাকলে তা যদি কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় ফেলে রাখে কিংবা অমর্যাদা করে, ঠিকভাবে সংরক্ষণ না করে তাহলে কি আমার গুনাহ হবে?  যদিও আমি তাদের বলে দিব যেন ঠিকমতো সংরক্ষণ করে। 

৪. বাংলাতে সালাত লিখা শুদ্ধ নাকি স্বলাত লিখা শুদ্ধ? 

জাযাকাল্লাহ খায়ের শায়েখ। 

1 Answer

0 votes
by (589,260 points)
ওয়া আলাইকুম আসসালাম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-বাদ্যযন্ত্রকে  ভেঙ্গে বা পুড়িয়ে ফেলা কিংবা ক্ররিদ করে সদকাহ করা কোনটা উত্তম? এ সম্পর্কে মতবিরোধ রয়েছে।কেউ বলেন,ভেঙ্গে বা পুড়িয়ে ফেলা উত্তম।আবার কেউ কেউ বলেন,বিক্রয় করে মূল্য ফকির মিসকিনকে সদকাহ করা উত্তম।

যারা বলেন,ভেঙ্গে ফেলা উত্তম।তাদের বক্তব্যই যুক্তিসংগত মনে হচ্ছে।

আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।(সূরা মায়েদা-০২)

(২)
জ্বী, পারবে।

(৩)
যদি প্রবল ধারণা থাকে যে,যার কাছে পাঠাচ্ছেন সে এই পত্র/রেসালার মর্যাদা দিবে না।বরং অবহেলা করে যত্রতত্র ফেলে রাখবে।তাহলে আপনার জন্য কুরআনের আয়াত তথা না লিখাই উত্তম হবে।বরং এক্ষেত্রে আপনি আয়াতের সারমর্ম লিখে দিবেন।


عن ابن عمر قال: «نهى رسول الله - صلى الله عليه وسلم - أن يسافر بالقرآن إلى أرض العدو» . متفق عليه. وفي رواية لمسلم: "«لا تسافروا بالقرآن فإني لا آمن أن يناله العدو»"
(মিশকাত-২১৯৭)

মোল্লা আলী কারী রাহ বলেন,
(من أن يناله العدو) ، أي يصيبه الكافر فيحقره أو يحرقه أو يلقيه في مكان غير لائق به أو لا يردوه إليكم فيضيع، فلا يصح ما قال ابن حجر من أنه فيه أبلغ رد على ما زعمه شارح أن النهي إنما هو في زمنه - صلى الله عليه وسلم - لأنه كان مكتوبا مفرقا عند الصحابة، فلو ضاع منه شيء لم يعوض اهـ ولأن العلة مشتركة شاملة له أيضا كما لا يخفى.
 
যদি অসম্মানের আশংকা না থাকে,তাহলে আপনি পাঠাতে পারবেন।

  
(৪)
সালাত ই বিশুদ্ধ উচ্ছারণ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...