আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
953 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
edited by
আসসালামু'আলাইকুম।

দুজন ছেলেমেয়ে আত্মী।  তারা একে অপরকে পছন্দ করত।  তাদের মধ্যেবিয়ের কথাবার্তাও হয়েছিলো। ছেলের বাবা রাজি না থাকায় বিয়ে আগায় নি। এরপর দ্বীনের বুঝ আসায় মেয়েটি তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়।  বর্তমানে তাদের কোন রকম যোগাযোগ নেই। তারা যেহেতু আত্মীয়, তাই মেয়েটি জানতে পেরেছে ছেলেটি হেদায়েতপ্রাপ্ত হয়েছে ইনশাআল্লাহ্। তাই তিন বছর পর এসে  তাকে  বিয়ে করার কথা চিন্তাভাবনা করছে  সে। মেয়ের মা ছেলের বাবাকে রাজি করানোর সিদ্ধান্ত নিয়েছে।

এহেন অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নিতে তারা কি একে অপরের সাথে কথা বলে নিতে পারবে একবার হলেও? নিজেদের মানসিকতা জানার জন্য?  বিয়ের বিষয়ে নিজেদের মতামত ক্লিয়ার হবার জন্যে?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
উত্তর
 وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো  যদি কেউ কোনো মহিলাকে বিয়ে করার পূর্ণ ইচ্ছা করে নেয়,তাহলে ঐ মহিলাকে দেখতে পারবে,সরাসরি বা মোবাইলে কথা বলতে পারবে।
তবে শরয়ী সীমারেখার ভিতর থেকে এসব করতে হবে। 
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,
(إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا ، فَلْيَفْعَلْ)

যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়,তাহলে সে যেন যযথাসম্ভব ঐ মহিলাকে দেখে নেয়।(সুনানু আবি দাউদ-২০৮২)
,
★★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনারা সরাসরি বা মোবাইলে  কথা বলতে পারবেন।
সরাসরি যদি কথা বলেন,তাহলে সেটা যদি কোনো ঘর বা জনমানবহীন এলাকায় হয়,তাহলে মেয়ের সাথে কোনো মাহরামের উপস্থিতি জরুরী। 
অন্যথায় (মাহরাম কেহ না থাকলে) তার সাথে এমনভাবে একাকী কথা বলা জায়েজ নয়।       

হাদিস শরিফে এসেছেঃ   
وعَنِ ابنِ عباس رَضِيَ اللهُ عَنهُمَا : أنَّ رَسُول اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «لاَ يَخْلُونَّ أَحَدكُمْ بامْرَأَةٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ» . متفق عَليْهِ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মাহরামের উপস্থিতি ছাড়া কোন পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জন-বাস না করে।’’ (বুখারী ১৮৬২,৩০০৬,৩০৬১ ও মুসলিম ১৩৪১)
,
★★উল্লেখ্য অবশ্যই ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে,শরয়ী সীমারেখার বাহিরে কোনো কথা বলা যাবেনা।
মহিলা নরম ভাষায় কথা বলবে,যত দ্রুত এই কথা শেষ করা যায়,সেটাই করবে। 
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলা যাবেনা।  
,
★★বিবাহের আগে ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ এর বিষয়ে কিছু মূলনীতি আছে,যেগুলো অবশ্যই ফলো করতে হবে।
এই বিষয়ে বিস্তারিত জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...