জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো উত্তেজনার সাথে বীর্যপাত হলে গোসল ফরজ হবে।
আর মযী বের হলে অযু করতে হয়,আর লজ্জাস্থান সহ যেখানে সেটি লেগেছে,সেই স্থান ধৌত করতে হয়।
আল্লাহ তাআলা বলেন,
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (সূরা আত্ব-তারিক্ব ৫, ৬)
রাসূলুল্লাহ ﷺ আলী রাযি.-কে বলেছিলেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬) অন্যথায় নয়।
আরো জানুনঃ
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ رَجُلاً أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِمَكَانِ ابْنَتِهِ فَسَأَلَ فَقَالَ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
‘আলী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমার অধিক মযী বের হতো। রাসূল (সা.)-এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে রাসূল (সা.)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল (সা.) বললেন, অজু কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬৯]
★পুরুষের বীর্য হলঃ-যা সাদা গাঢ় একপ্রকার গন্ধমাখা পিচ্ছিল পানি যা উত্তেজনার সাথে আটকিয়ে আটকিয়ে বের হয়,এবং বের হওয়ার সাথে সাথে পুঃলিঙ্গ নেতিয়ে পড়ে।
মযিঃ-
যা স্ত্রীর সাথে সহবাসের শুরুতে বাহির হয়,এবং যা দেখতে প্রায় সাদা রঙ এর।
বিস্তারিত জানুনঃ
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বীর্য বের হলে গোসল ফরজ হবে।
আর যদি মযি বের হয়,(যাহা বীর্যের মতো নয়,বের হওয়ার পর লিঙ্গ নেতিয়ে পড়েনা,বরং উত্তেজনা আরো বেশি হতে থাকে।) তাহলে অযু করতে হবে।
(০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এহেন গুনাহ থেকে বাঁচতে বিবাহ করতে হবে।
যদি বিবাহ করার সামর্থ না থাকে,তাহলে রোযা রাখতে হবে।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿ وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ٢٩ إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ٣٠ ﴾ [المعارج: ٢٩، ٣٠]
আর যারা তাদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে, সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।
সূরা মায়ারেয, আয়াত: ২৯, ৩০
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«يَا مَعْشَرَ الشَّبَابِ، عَلَيْكُمْ بِالبَاءَةِ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، فَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمُ البَاءَةَ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»
“হে যুব সমাজ! তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। কারণ, এটি চোখের জন্য নিরাপদ এবং লজ্জা-স্থানের হেফাযত। আর যদি কোনো ব্যক্তি অক্ষম হয়, সে যেন রোযা রাখে। কারণ, রোযা তার জন্য প্রতিষেধক”।
বুখারি, হাদিস: ৫০৬৬, মুসলিম, হাদিস: ১৪০০
পর্ণগ্রাফি দেখা ছেড়ে দেওয়ার বিস্তারিত আমল জানুনঃ