ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
"ইংশা আল্লাহ" বলাই বিশুদ্ধ। এবং আল্লাহ হবে।আল্লহ হবে না।
(২)
মেয়ে সন্তান লালন পালন করতে যেয়ে মানুষ আর্থিক অনেক সমস্যায় নিপতিত হয়ে থাকে, সেইজন্য হাদীসে বলা হয়েছে যে, মেয়ে সন্তানকে লালন পালন করলে এবং লালন পালন করতে যেয়ে সকল সমস্যায় ধর্য্য ধারণ করে থাকলে জাহান্নামের আবরণ তুলে দেওয়া হবে।
(৩)
মাছের রক্ত নাপাক নয়। অজু অবস্থায় শরীরে কোনো নাপাকি পড়লে শরীর নাপাক হবে। তবে অজু ভঙ্গ হবে না। বরং নাপাক জিনিষকে দূর করে নিলেই শরীর আবার পবিত্র হয়ে যাবে। অজুকে আবার দোহড়াতে হবে না।
(৪)
মুখ ভরে বমি করলে অজু ভঙ্গ হবে।
(৫)
মুখভরে বমি করলেই কেবল নামায ফাসিদ হবে।তবে যতসামান্য বমি করার পর যদি সেই বমিকে খেয়ে ফেললে নামায ফাসিদ হবে।
(৬)
মুখভরে বমি করলে রোযা ফাসিদ হবে।