আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
192 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
আসসালামু আ'লাইকুম,
প্রশ্ন১ঃ উস্তাজ আমি আই ও এম এর ই স্টুডেন্ট, তবে জেনারেল লাইনে থাকা অবস্থাতে আমি সামাজিক কিছু কাজ করতাম নিজস্ব একটা সংগঠন ও আছে আলহামদুলিল্লাহ। যেখান থেকে আমরা এতিম, গরিব মোটামুটি সবাইকে আল্লাহর ইচ্ছেতে সাহায্য করার চেষ্টা করি।আমাদের মূল কাজ সাবলম্বী করে দেয়া।  পাশাপাশি অনেক কাজ করি৷  সিরিয়া শামে ইয়েমেনেও কাজ করার সুযোগ পেয়েছি।  যার কারণে এই কাজ টি হুট করে অফ করতে পারছিনা।  যেহুতু আমি আগে জেনারেল লাইনের ছিলাম জানতাম না পর্দা কি৷  এখন আমি পর্দা করি বের ও হইনা এতিম খানা গুলোতে মাঝে মাঝে যাই দেখে আসি তবে সব কাজ আমার টিমের পুরুষ রা করে তবে আমি একজন কেই অর্ডার দেই আমার কোনো মাহরহম নেই। এখন আমাকে একজন বলেছে এত কাজ করে এত আমল করে ত লাভ নেই যদি ননমাহরহম এর সাথে কথা বার্তা বলে এসব করতে হয়। আমি শুধু কাজের কথায় বলি আর কিছু না৷  এবং খুব শর্ট কার্ট এ শেষ করি৷
প্রশ্ন২ঃ আমরা এভাবে অনেক ইভেন্ট নেয়াই আমাদের হাতে মাখে মাঝে কিছু টাকা বেচে যায় ত ধরেন দোকান করে দিসি একজন কে ৫০ হাজার উঠেছে লেগেছে ৩৫ হাজার বাকী টাকা টা আমরা কি অন্য কোনো ইভেন্ট এ এড করতে পারবো?  নাকি সেইম কাজ করতেই হবে।  অর্থ্যাৎ সেইম কাজ না থাকলে ত টাকা গুলো পরে থাকবে৷  আর যদি অন্য ইভেন্ট এ বেচে যাওয়া টাকা লাগাই তবে কি বান্দার হক নষ্টকারীর মাঝে পরবো?  এটাও একজন বলেছে হক নষ্ট করতেসি কিন্তু আমি পুরা কাজটাই করি৷
প্রশ্ন ৩ঃ উস্তাজ আমরা একটা কোরআন এর ইভেন্ট নিয়েছিলাম অনেক দ্যুরে চট্টগ্রাম টু রাজশাহী। এখন কোরয়ান এর হাদিয়া বেশী উঠে গেছে  কোরয়ান কেনার পরেও টাকা বেচে গেসে এই টাকাটার কি করবো এটা কি আবার কোরয়ান এর ইভেন্ট করে দিতে হবে নাকি আল্লাহর কোনো গরিব বান্দাকে দিলে হবে নাকি এটাতেও বান্দার হক নষ্ট করা হবে যত কোরআনুল কারিম দরকার তত আমরা দিসি৷
প্রশ্ন৪ঃআমরা প্রতিটা ইভেন্ট এ ডোনেশন দিয়ে কাজ করি নিজেরাও কন্ট্রিবউট করতে পারলে করি কিন্তু আমাদের টিম ভিবিন্ন জেলাই কাজ করে সেখানে আমাদের গাড়ি ভাড়ার প্রয়োজন হয় আমরা কেউ ই ইনকাম করিনা বাবার থেকে জোর করে নিয়ে জমাইয়ে ইভেন্ট করতে হয়।  তো অনেক টিম দেখেছি তোলা টাকা দিয়ে সব ফিনিশিং দেয় তাদের যাওয়া আসার খরচ ডোনেশন থেকে দেয়।  এটা ত উচিত হবেনা নাকি হবে আমাকে জানাবেন উস্তাজ৷ আমি বিগত কিছুদিন এগুলো নিয়ে আলাপ করেছি ডিপ্রেসড লাগতেসে আমি কি টিম অফ করে দব নাকি কি আর আমার দ্বারা কি হক নষ্ট হয়ে গেলো কিনা সব কাজ করেছি কোনো টাকা খাইনি কিন্তু এক ইভেন্যের বেচে যাওয়া টাকা দিয়ে আরেকটা ইভেন্ট ডাবল ইভেন্ট করেছি।  এখন এটার শাস্তি কি?  হক নষ্ট হলে কাফফারা কিভাবে দিব?এত মানুষ কে কিভাবে ফেরত দিব?

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
আলহামদুলিল্লাহ।সমাজ সেবা তো রাসূলুল্লাহ সাঃ ও করে গেছেন।এটা অত্যান্ত ভালো কাজ। আপনি সমাজ সেবায় নিজেকে জড়িয়েছেন, এটা দুনিয়া ও আখেরাতে অত্যান্ত প্রশংসনীয় কাজ। তবে পর্দাকে যত্নসহকারে পালন করতে হবে।নন মাহরামদের সাথে বিনা প্রয়োজনে কোনো কথাই বলা যাবে না। যখন বিশেষ প্রয়োজন হবে, তখন রুক্ষভাষায় তাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলা যাবে, রুখসত থাকবে।তবে এ রুখসত ফিতনার আশংকা না থাকাবস্থায়-ই হবে।যদি ফিতনার আশংকা হয়, তাহলে কিন্তু এ রুখসতও কার্যকর হবে না।

(২)
যাদের কাছ থেকে টাকা নিবেন, প্রথমেই তাদের কাছ থেকে ভিন্ন কাজে খরচ করার অনুমতি নিয়ে নিতে হবে। সাধারণত নিয়ম হল, যে কাজের জন্য চাদা তুলা হবে, সেই কাজেই ব্যয় করতে হবে।যদি উক্ত কাজে ব্যয় করা সম্ভবপর না হয়, এবং মূল মালিকদের নিকট থেকে অনুমতি গ্রহণও সম্ভবপর না হয়, তাহলে তখন উক্ত বেচে যাওয়া টাকাকে ভিন্ন খাতেও ব্যবহার করা যাবে।

(৩)
জ্বী, ভিন্ন খাতে দিতে পারবেন।

(৪)
ফান্ড থেকে যাতায়ত বাবৎ ভাড়া নেওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...