ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
আলহামদুলিল্লাহ।সমাজ সেবা তো রাসূলুল্লাহ সাঃ ও করে গেছেন।এটা অত্যান্ত ভালো কাজ। আপনি সমাজ সেবায় নিজেকে জড়িয়েছেন, এটা দুনিয়া ও আখেরাতে অত্যান্ত প্রশংসনীয় কাজ। তবে পর্দাকে যত্নসহকারে পালন করতে হবে।নন মাহরামদের সাথে বিনা প্রয়োজনে কোনো কথাই বলা যাবে না। যখন বিশেষ প্রয়োজন হবে, তখন রুক্ষভাষায় তাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলা যাবে, রুখসত থাকবে।তবে এ রুখসত ফিতনার আশংকা না থাকাবস্থায়-ই হবে।যদি ফিতনার আশংকা হয়, তাহলে কিন্তু এ রুখসতও কার্যকর হবে না।
(২)
যাদের কাছ থেকে টাকা নিবেন, প্রথমেই তাদের কাছ থেকে ভিন্ন কাজে খরচ করার অনুমতি নিয়ে নিতে হবে। সাধারণত নিয়ম হল, যে কাজের জন্য চাদা তুলা হবে, সেই কাজেই ব্যয় করতে হবে।যদি উক্ত কাজে ব্যয় করা সম্ভবপর না হয়, এবং মূল মালিকদের নিকট থেকে অনুমতি গ্রহণও সম্ভবপর না হয়, তাহলে তখন উক্ত বেচে যাওয়া টাকাকে ভিন্ন খাতেও ব্যবহার করা যাবে।
(৩)
জ্বী, ভিন্ন খাতে দিতে পারবেন।
(৪)
ফান্ড থেকে যাতায়ত বাবৎ ভাড়া নেওয়া যাবে।