মুতারাম,
আমরা জানি, উম্মুল মু'মিনীন রা হচ্ছেন সব মুমীনের মা। বাকী ফাতিমা রাঃ কে অনেকেই মা ফাতিমা বলে সম্বোধন করে থাকে। আমার জানার বিষয় হলো, ফাতিমা রাঃ কে কি মা ফাতিমা বলা যাবে কি?
একটী অনলাইন সাইটে দেখলাম, সেখানে বলছে যে,মা ফাতেমা বলা যাবে না। এটি পুরোপুরি হারাম। মূলত, এটি শিয়াদের আকিদা। এই আকিদা শিরকি আকিদা। তাদের এই কথাকি সঠিক? দয়া করে জানালে অনেক উপকৃত হইতাম।