আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
২০২২ এর ssc examiner আমি
তো জানুয়ারির লাস্ট এর দিকে টেস্ট এক্সাম শুরু হবে আর ssc এক্সামের জন্য ও সবাই প্রাইভেট পড়তেছে এখন
আমার আব্বু ও বলতেছে পড়ার জন্য
মেথ, ইংরেজি ও ভালোই না ধরতে গেলে
আব্বু যার কাছে প্রাইভেট পড়ার কথা বলতেছে উনি হিন্দু পুরুষ টিচার
মুসলিম ও ছিল একজন পুরুষ দেখে মানা করে দিছি
পর্দার বুঝ টা একটু হলেও বুঝতে পারি
এখন আমার কি পাপ হবে হিন্দু স্যার এর কাছে পড়লে মহিলা হলে ত পড়তাম বাট উনি হিন্দু মেয়েরাই জাস্ট উনার কাছে পড়ে ছেলে এলাউ করে না উনি
এখন উনার কাছে না পড়লে আব্বু বলছে ssc এক্সাম দিতে দিবে না আমায় বাড়ি নিয়ে যাবে আমায়
আমি এখন কি করব??
স্যার ও বার বার ফোন দেয় আমার নামে বিচার দেয় আমি ক্লাসে পড়া পারিনা, চুপ চাপ থাকি,এই গুলাই
আর উনি একটু বেশি কথা বলে,চোখ জবান কোন রকম ভাবে হেফাজত করা যায় না
ক্লাসে আসলে মেথ এর এটা ওটা জিগায়, না চাইতে তার দিকে তাকাইতে হয়,প্রশ্নের আন্স দিতে হয়
সবাই বলে পড়ার জন্য
না পড়লে ssc, test এ ফেল যাবো এটা বলে
আর উনার কাছে কি পর্দা করে পড়া যাবে?
হাত,পা ঢাকা থাকবে, চোখ খোলা জাস্ট?