আসসালামু আলাইকুম,,, হুজুর আমার একটা প্রবলেম হয়েছে। আমি গোসলের আগে ইস্তেঞ্জায় গিয়েছিলাম। তখন প্রস্রাবের ছিটা হাতে লাগে। হয়ত কাপড়েও লেগেছে। আমি যেহেতু এখন গোসল করবো তাই চিন্তা করছিলাম না। আমি ইস্তেঞ্জা থেকে বের হয়ে রোদ পোহাচ্ছিলাম। তখন আমার বন্ধু আমার লুঙ্গি ধরে টান মারে। আমি সন্দিহান তার হাতে নাপাকি লেগেছে কিনা। ওই সময় আমি তাকে বলতেও পারিনি। ও ওই সময় ফোন টিপছিল। বিভিন্ন জিনিসে হাত দিয়েছে। এর জন্য কি ওর হাত, ওই জিনিস গুলো কি নাপাক হবে?? নাপাক হলে এখন করণীয় কি??