ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
ইমাম হোক,মুক্তাদী হোক,একাকী নামাজ আদায়কারী হোক, রুকু সেজদাহ এর তাসবিহ সর্বনিম্ন তিনবার পাঠ করা সুন্নাত।
এর বেশি পড়া যাবে,সমস্যা নেই।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، - أَوْ مُوسَى بْنِ أَيُّوبَ - عَنْ رَجُلٍ، مِنْ قَوْمِهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، بِمَعْنَاهُ زَادَ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ قَالَ " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ " . ثَلاَثًا وَإِذَا سَجَدَ قَالَ " سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى وَبِحَمْدِهِ " . ثَلاَثًا .
আহমদ ইবনে ইউনুস (রহঃ) .... উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত ... পূর্বোক্ত হাদিসের অনুরূপ। এতে আরও বর্ণিত হয়েছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন, তখন “সুবহানা রাব্বিয়াল আজীম ওয়া বিহামদিহি” তিনবার বলতেন। তিনি যখন সিজদা করতেন তখন “সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি” তিনবার পাঠ করতেন। (
[হাদীসটি সুনানগ্রন্থকারগণ ও ইমাম আহমাদ সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং ১০০৭; ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭; আহমাদ, হাদীস নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।]
وَيَقُولُ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا وَذَلِكَ أَدْنَاهُ فَلَوْ تَرَكَ التَّسْبِيحَ أَصْلًا أَوْ أَتَى بِهِ مَرَّةً وَاحِدَةً يَجُوزُ وَيُكْرَهُ
মুসাল্লি রু'কু তে তিনবার সুবহানা রাব্বিয়াল আযিম বলবে।এবং এটা সর্বনিম্ন।তবে যদি কেউ তাসবীহ ছেড়ে দেয়,মূলত সে পড়ে না।অথবা একবার পড়ে নেয়,তাহলে সেটাও জায়েয আছে।তবে মাকরুহ হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭৪)
""ইমামের পিছনে রুকু বা সিজদার তাসবীহ তিনবারের বেশি পড়া যায় না""
এ জাতীয় কথার কোনো গ্রহনযোগ্যতা শরীয়তে নেই।
কোনো কোনো ইমাম সাহেবের ক্ষেত্রে মুসল্লিগণ তিনবারই তাসবীহ পড়ার সুযোগ পান। আবার কোনো কোনো ইমামের ক্ষেত্রে পাঁচ থেকে সাতবার পর্যন্ত পড়ার সুযোগ পাওয়া যায়। সুতরাং এক্ষেত্রে তিনবার পড়ে চুপ না থেকে ইমাম সাহেব রুকু বা সিজদা থেকে উঠা পর্যন্ত পড়তে থাকা ভালো।
তাতে অধিক ছওয়াব হবে।
তবে তিনবার পড়লেই সুন্নাত আদায় হয়ে যাবে।
,
(০২)
বাদ পড়া রাকা'আত আদায়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবেঃ কিরাআতের বিষয়ে এটিই প্রথম রাকাত,এমনটি ধরে কিরাআত পড়া।
আর বৈঠকের বিষয়ে ইমামের সাথে পাওয়া রাকা'আত সংখ্যা যোগ করে মোট রাকা'আত হিসেব লক্ষ্য রাখা।
এমনটি ধরেই বৈঠক করা।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আছর নামাজে শুধু এক রাকাত পূর্ণ পেয়েছেন,তাই বাকি তিন রাকাত আদায়ের ক্ষেত্রে ১ম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাইতে হবে।
আর ১ম রাকাতে বৈঠক করতে হবে।
,
★আপনার উল্লেখিত তারতীব ঠিক আছে।
,
(০৩)
প্রয়োজনের ভিত্তিতে ফোনের দিক তাকিয়ে অপশন দেখে বন্ধ করলে সলাত ভেংগে যাবেনা।