জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো চুল পার্মানেন্টলি,স্থায়ীভাবে স্ট্রেইট করা জায়েজ নেই।
হ্যাঁ যদি স্থায়ী ভাবে না হয়,বরং তাহা অস্থায়ী ভাবে হয়,তাহলে সেটি জায়েজ।
তবে এখানে দুটি শর্ত।
(০১)
বিজাতীয় দের স্টাইল করা যাবেনা।
(০২)
এটি যেনো ক্ষতিকর না হয়।
কেহ যদি ক্ষতিকর মনে করে, তাহলে নিজেকে বাঁচিয়ে রাখবে।
★যদি বিজাতীয় স্টাইলে চুল স্ট্রেইট করা হয় তাহলে সেটা অবশ্যই হারাম বলে প্রমাণিত হবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। (আবু দাউদ ৪০৩১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا ضرر ولا ضرار
ক্ষতি ও ক্ষতি সাধনের কোন অনুমতি নেই।
(সুনানে দারাকুতনী ৩০৭৯)
বিস্তারিত জানুনঃ
★তবে কিছু স্কলারগন অস্থায়ী হলেও এগুলোর অনুমতি প্রদান করেননা।
তাই সতর্কতাই কাম্য।