জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
শরীয়তের বিধান মতে মযী নাপাক।
মযী বের হলে অযু করতে হয়,আর লজ্জাস্থান সহ যেখানে সেটি লেগেছে,সেই স্থান ধৌত করতে হয়।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ رَجُلاً أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِمَكَانِ ابْنَتِهِ فَسَأَلَ فَقَالَ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
‘আলী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমার অধিক মযী বের হতো। রাসূল (সা.)-এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে রাসূল (সা.)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল (সা.) বললেন, অজু কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬৯]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে মযী থেকে কাপড় পাক করার ক্ষেত্রে করনীয় হলো যদি কাপড়ের সেই স্থান জানা যায়,তাহলে শুধু মাত্র সেই স্থান শরয়ী বিধান মেনে তিনবার ধৌত করলেই পাক হয়ে যাবে।
আর যদি কাপড়ের কোথায় লেগেছে,তা জানা না যায়,সেক্ষেত্রে পূর্ণ কাপড় ধৌত করতে হবে।
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে পুরো কাপড় তিনবার ধৌত করতে করতে হবে।