আসসালামু আলাইকুম
আমার ইচ্ছা বড় হয়ে আমি একজন লেখক হব, এবং লেখক হওয়ার পিছনে আমার কয়েকটা উদ্দেশ্য রয়েছে
১। আমি সদাকায়ে জারিয়া করে দিয়ে যেতে চায়।
২। বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামের দাওয়াহ পৌছিয়ে দিতে চায়।
৩। এই প্রজন্মের যুবকরা ইসলাম সম্বন্ধে অনেক সংশয়ে ভুগে, সেই সমস্যাকে সমাধানের প্রয়াসে আমার পক্ষে যতটুকু সম্ভব কাজ করে দিয়ে যেতে চায়।
৪। বর্তমান পশ্চীমা সভ্যাতা, দর্শনের প্রভাবে অনেক মুসলিম পরিবারই মূল ইসলাম যে আসলে একটা জীবনব্যবস্থা, আমাদের নিজস্ব একটা জাতিসত্তা আছে এই বিষয়টি উপলব্ধি করতে পারছে না, এই সম্বন্ধে কিছু লিখা রেখে যেতে চায়।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাকে একজন মানসম্মত লেখক হতে হলে কী কী বিষয়ে জ্ঞান রাখতে হবে?
তথ্য প্রদান কিংবা রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
এবং একটা বই শরিয়াহ-এর দৃষ্টিকোণ থেকে কোনো হারাম, বিদআত বিষয় কে উৎসাহিত করে কি না, এটা কীভাবে যাচাই করা উচিত?
জাজাকাল্লাহ খায়রান