আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ
কিছু অজ্ঞ ভাই-বোনেরা মাঝে মাঝে এই প্রশ্ন করেন যে, কুরআন হাদিস থাকতে আবার মাযহাব মানা লাগবে কেন?
অনেক সময় হাতে তেমন সময় থাকে না যে ফিকহ কি? কেন? এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ধরে ধরে তাদের বুঝাবো।
এক্ষেত্রে সংক্ষেপে কিভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়া যায়?