আসসালামু আলাইকুম।
কিছুদিন আগে হুরমতে মুসাহারাত সম্পর্কে জানার পর থেকে আমার বারবার মনে হচ্ছে অতীতে কিছু করেছি যার মাধ্যমে হুরমত সাব্যস্ত হয়ে গিয়েছে এবং এ নিয়ে অনেক ভয় হচ্ছে।
১/ যদি মনে হয় যে অতীতে একটি জিনিস ঘটেছে যার মাধ্যমে হুরমত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তা আসলেই ঘটেছিল কিনা তা মনে পড়ছে না, তাহলে কি হুরমত সাব্যস্ত হবে?
২/ কয়েক বছর আগে যখন মায়ের পাশে বসে রিকশা দিয়ে যাতায়াত করতাম তখন কয়েকবার মায়ের বুকের দিকের কাপড়ের সাথে আমার হাতের কনুইয়ের স্পর্শ হয়েছিল এবং মাঝেমধ্যে স্পর্শ হয়ে কয়েক সেকেন্ড ছিল,কিন্তু এক্ষেত্রে আমার কামভাব / সহবাসের চিন্তা ছিলোনা (যতদূর মনে পড়ে) এবং কাপড়ের মধ্য দিয়ে উষ্ণতা অনুভব হচ্ছিল কিনা সেটি একদমই মনে নেই। লজ্জাস্থান উত্থিত হয়েছিল কিনা সে ব্যাপারেও মনে করতে পারছি না,,যেহেতু কয়েকবার এমনটি হয়েছিল এবং আমার সেসময় বয়সন্ধিকাল শুরু (১২-১৩) বছর সেহেতু কারণে/অকারণে লজ্জাস্থান উত্থিত হতেও পারে,কিন্তু আমার সে বিষয়ে মনে নেই।এক্ষেত্রে হুরমত হবে?
৩/ আপনি বলেছেন কামভাবের নিয়তে স্পর্শ করলে হুরমত হয়,এখন যদি কোনো ব্যক্তি কারও দ্বারা স্পর্শ হয় এবং সেই ব্যক্তি (যাকে স্পর্শ করা হয়েছে) তার কামভাব চলে আসে কিন্তু কামভাব আসার সাথেসাথেই নিজেকে স্পর্শ হতে সরিয়ে নেয়,তাহলে কি হুরমত হবে?
৪/ কামভাব ছাড়া লজ্জাস্থান উত্থিত হলে হুরমত হবে?
৫/ যদি অতীতে হুরমত হওয়ার মতো কিছু ঘটে যায় কিন্তু তা আমার কোনোভাবেই মনে নেই,এক্ষেত্রে কি করণীয়?
প্রচন্ড মনোকষ্টে আছি,এ নিয়ে ওয়াসওয়াসাও হচ্ছে,উত্তর পেলে উপকৃত হবো।ইদানীং মা কে দেখলেই কান্না পায় এই মনে করে যে অতীতে হুরমত হয়ে গেলে এই ভেবে,মরে যেতে ইচ্ছা করে।
(হুরমত হওয়ার শর্তগুলো উত্তরে না দিলেও চলবে সেগুলো পড়েছি আমি)