বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রুকু এবং সেজদাতে যাওয়া ও সেখান থেকে উঠার সময় 'আল্লাহু আকবর বলা' ফিকহের পরিভাষায় একে তাকবীরাতে ইন্তেকাল বলা হয়।তাকবীরাতে ইন্তেকাল সুন্নত।
তাকবিরাতে ইন্তেকাল মূখে বলতে হবে।শুধুমাত্র শুনা যথেষ্ট নয়।স্পষ্ট করে নিম্নস্বরে তাকবীরে ইন্তেকাল বলা সুন্নত।
হাদীস শরীফে এসেছে,
«إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا،
ইমমাকে অনুসরণের জন্য নির্ধারণ করা হয়েছে।সুতরাং যখন ইমাম সাহেব তাকবীর বলবেন,তোমরাও সাথে সাথে তাকবীর বলবে।(সহীহ বোখারী-৩৭৮)
যেহেতু তাকবিরাতে ইন্তেকাল সুন্নত।তাই এই তাকবীর গুলো ছুটে গেলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।
فَلَا يَجِبُ بِتَرْكِ تَكْبِيرَاتِ الِانْتِقَالِ إلَّا فِي تَكْبِيرَةِ رُكُوعِ الرَّكْعَةِ الثَّانِيَةِ مِنْ صَلَاةِ الْعِيدِ فَإِنَّهَا مُلْحَقَةٌ بِالزَّوَائِدِ اهـ.
(দুরারুল হুক্কাম-১/১৪৩)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
তখনও তাকবীর বলা সুন্নত।
(২)
তখনও তাকবীর বলা সুন্নত।