আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
269 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
শাইখ,
১| আগুনের স্পর্শ করা রটি খেলে যে ওযু ভঙ্গ হয় না।উলামায়ের কেরাম কিসের ভিত্তিতে এটি বলেন,আমি জানতে চাইছি।
যেহেতু রাসুল ওযু করতে বলেছেন।
২|কেই যদি মাজারে ছোট গরু মানত করে,তাহলে তাকে কি সেটা মাজারে দিয়ে দিতে হবে?
৩|আমি যদি সেই ছোট গরু না দিয়ে যদি ছোট গরুর মূল্য পরিমাণ কোন গরীব বা মিসকিন বা এতিমদের খাবার বা টাকা বা কিছু দান করলে, সেই মানত পূর্ণ হবে কিনা?
৪|অধিকাংশ উলামা কেন বলেন যে আগুনে স্পর্শ রুটি খেলে ওযু ভেঙ্গে যাবে?
৫| প্রশ্ন ১ ও ৪ এর মাঝে কিভাবে সমন্বয় করা যেতে পারে,
মানে এই মতবেদের সমাধান কোনটি?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হযরত জাবের রাযি থেকে বর্ণিত,
حديث جابر - رضي الله عنه - عند البخاري: أنه سئل عن الوضوء مما مست النار فقال: " لا "
উনাকে জিজ্ঞাসা করানহল যে, আগুনে স্পর্শ করা জিনিষ ভক্ষণ করলে কি অজু করতে হবে? জবাবে তিনি বললেন যে, অজু করা লাগবে না।(বুখারী)

খুলাফায়ে রাশেদিন সম্পর্কে বর্ণিত আছে যে, তারা আগুনে স্পর্শ করা জিনিষ ভক্ষণ করার পর অজু করেননি।(ফাতহুল বারী-১/৪০৬)
 

ইমাম নববী রাহ বলেন,
" ثم إن هذا الخلاف الذي حكيناه كان في الصدر الأول، ثم أجمع العلماء بعد ذلك على أنه لا يجب الوضوء بأكل ما مسته النار والله أعلم "
আগুন দ্বারা স্পর্শকৃত জিনিষ ভক্ষণ করলে দ্বিতীয়বার অজু করা লাগবে কি না? এ নিয়ে ইসলামের প্রাথমিক যুগে মতপার্থক্য বিদ্যমান থাকলেও বর্তমানে উলামায়ে একমত যে, আগুন দ্বারা স্পর্শকৃত জিনিষ ভক্ষণ করলে অজু লাগবে না।(আল-মিনহাজ-৪/২৬৬)

(২) মান্নত করলে সেটা পূর্ণ করা ওয়াজিব।তবে মাজারে দেওয়া যাবে না বরং গরীব মিসকিনকে সদকাহ করে দিতে হবে।

(৩)
গরুর মূল্য দ্বারাও মান্নত আদায় হবে।

(৪)
কে বলেছে এ কথা।

(৫) 
আমাদের কথাকে বিশ্বাসের সাথে মান্য করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...