আসসালামু 'আলাইকুম হযরত।
১,সেলুনে চুলকাটাতে,ফেসওয়াশ চুল আর স্যাম্পু করাতে গিয়েছি।ওরা আমাকে জানায় চুল স্যাম্পু ১১০ টাকা,ফেসিয়াল ১০০০ থেকে ৫০০,৩০০,১৫০,ত আমি ১৫০ বলি।আর বলি দুটা মিলে ২০০ দি(যেখানে ২৬০ হয়),উনারা বলে সেভাবে সম্মতি অসম্মতি কিছু দেয়নি
যাইহোক কাজ করার পর ৫০০ চায়,আমি বলি আপ্নারা বেশি করলে আমাকেত জানাতে হবে,আরো কিছু কথা বলে যাতে স্পষ্ট হয় যে উনারা শতভাগ জালিয়াতি করেছে যদিও কাজ হয়ত ঠিক ই ৫০০ টাকার করেছে,তবে কথা ও বাড়তি কাজে জালিয়াতি করেছে।ত শেষমেষ ৩০০ চায়,আমি বলি নেন ঠিক আছে কিন্তু এতে আমার সন্তুষ্টি নাই।তখন উনারা এক্টাকাও নিতে চায়না,তখন আমি ২৬০ দিয়েচলে আসি।এখানে কি আমার দ্বারা কোনো হক্ব নষ্ট হয়েছে।উল্লেখ্য তার থেকে এক্সট্রা কাজ হিসেবে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি,তবে যতটুক বুঝি সেলুন ওয়ালারা তেল দিতে টাকা নেয়না।তবে আমি যেখানে কেটেছি সেটা ভিন্ন জেলা হওয়াতে নিয়ম জানিনা।আর তারা একটু ঘাড় ম্যাসেজ করে দিয়েছিল যখন শুরু করে ২/৩ সেকেন্ড পরেই আমি না করে দিয়েছি
২,একব্যক্তির অনেক তালাকের ওয়াসোয়াসা থাকে,যদি স্ত্রী কোথাও যাওয়ার সময়ে সালাম দিয়ে বলে আসছি,তখন স্বামী সালাম নিতে ও যাও বলতে ভয়পায় যদি এর দ্বারা তালাক পড়ে।ত মাঝে মাঝে স্ত্রীকোনো কাজে গেলে বলতে এক ঘন্টা পর আসছি,তখন স্বামী বলত আচ্ছা।কিন্ত+ মাথায় আসত এক ঘন্টার জন্য তালাক বা সাময়িক তালাক টাইপ চিন্তা।সে নিশ্চিত নয় এমন নিয়াত রেখে আচ্ছা/যাও /এক ঘন্টা পর এসো এসব বলত কিনা,এতে কি তালাক হবে
৩,আমার প্রশ্নটি হল,
কেউ কোনো নামাজ ওয়াক্তের মধ্যে ভুলে কাযা নিয়াতে পড়লে হয় বলে জানি,কিন্তু কাযার সময়ে আদা নিয়াতে পড়লে হবে কি? যেমন ঘুম থেকে উঠে দেখি ওয়াক্ত শেষ তখন সাথে সাথে পড়লে বা খানিক বাদে পড়লে