আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
700 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আমার এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি।আমি একদিন মনে মনে ভাবছিলাম যে আমি ওকে শর্তযুক্ত কোনো তালাক দিয়েছি কিনা এ নিয়ে অনেক চিন্তায় ছিলাম ,কারণ ওকে আমি একদিন বলেছিলাম তুমি যদি অন্য কোনো ছেলের সাথে নাচো তাহলে ব্রেকাপ।তো এটা নিয়ে আমি চিন্তায় ছিলাম যে এখানে কি শর্তযুক্ত তালাক পতিত হলো কিনা তো আমি ভেবে  নিয়েছিলাম হয়তো পতিত হয়েছে ,এজন্য ওকে বলি যে তুমি এরকম কোণো কাজ করো না কখনো নয়তো কিন্তু তালাক হয়ে যাবে।।পরে জানলাম পতিত হয়না এভাবে তালাক এখন প্রথম প্রশ্ন হচ্ছে
1.ওকে মেসেজ এ এভাবে বলায় কি শর্তযুক্ত তালাক হয়েছে নাকি হয়নি??

||ওকে এভাবে মেসেজ এ বলার পর ভয় হচ্ছিলো যে শর্ত হয়ে গেলো কিনা তারপর এসকল টেনসন থেকে মুক্তি পেতে একা একা বসে বলেছিলাম যে ও যদি অন্য ছেলের সাথে নাচে তাহলে তালাক হয়ে যাবে।।বিয়ের আগে বা পরে কিছু উল্লেখ করিছি কিনা আমার একদম ই খেয়াল নেই ,খেয়াল করতে গিয়ে টেনসন এ আছি।

2.এখন এখেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে, এখানে কি আমার শর্ত যুক্ত হয়েছে কিনা আমি কখনওই কোণো শর্ত দিতে চাইনা আর আমি তখন কয়বার কথাটা বলেছিলাম আমার এটাও মনে নেই।অনেক পেরাসানিতে আছি বিস্তারিত বলবেন।

|||||এখানে কি প্রথম খেত্রে শর্ত পতিত হয়েছে?নাকি দিতিয় খেত্রে পতিত হয়েছে? নাকি দিতিয় খেত্রে যেহেতু আমি মনে কর‍তে পারছিনা যে বিয়ের আগে বা পরে বলেছি কিনা সেজন্য কোণো শর্ত পতিত হবেনা?দয়া করে সবগুলো বুঝে বিস্তারিত বলবেন টেনসন এ মরে যাচ্ছি।
by (5 points)
ভাই দয়া করে আর এই ধরনের প্রশ্ন করবেন না। আপনার প্রশ্ন দেখে আমারও এগুলো নিয়ে ওয়াসওয়াসা হচ্ছে।

1 Answer

0 votes
by (589,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তালাক কী?
‘তালাক’ একটি আরবি শব্দ; যার অর্থ ভেঙে ফেলা, ছিন্ন করা, বা ত্যাগ করা। মুসলিম আইনে তালাক স্বামী-স্ত্রীর একটি বৈধ ও স্বীকৃত অধিকার। যদি স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তথা দাম্পত্য জীবন এমন অবস্থায় পৌঁছায় যে, একত্রে বসবাস করা উভয়ের পক্ষে বা যে কোনো একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে সে ক্ষেত্রে তারা উভয়েই কিছু নির্দিষ্ট উপায়ে বিয়েবিচ্ছেদ ঘটাতে পারেন; যার একটি হলো তালাক।আইনসিদ্ধ উপায়ে বিবাহবন্ধন ছিন্ন করাকে তালাক বলে। তালাক প্রদানের ক্ষমতা বা অধিকার স্বামী ও স্ত্রীর সমান নয়। এ ক্ষেত্রে স্বামীর একচ্ছত্র অধিকার থাকলেও নির্দিষ্ট কিছু আইনানুগ উপায়ে একজন স্ত্রীও তালাক প্রদান করতে পারেন। বিয়েবিচ্ছেদে স্ত্রীর এই অধিকারকে মুসলিম আইনে তিনভাবে স্বীকৃতি দেয়া হয়েছে তালাক-ই- তৌফিজ, খুলা ও আদালতের মাধ্যমে বিচ্ছেদ।


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিয়ের পূর্বে তালাক দিলে বা তালাকের শর্ত করলে তালাক পতিত হবে না। হ্যা কেউ যদি বিয়ের দিকে তালাকের নিসবত করে, যেমন বলে, আমি অমুক মেয়েকে বিয়ে করলে এবং সেই মেয়ে এমন এমন কাজ করলে সে তালাক।তাহলে এমতাবস্থায় তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...