বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
একামতে দ্বীন অর্থ সর্বক্ষেত্রে দ্বীনকে প্রতিষ্টিত করা। অবশ্যই ইসলাম প্রতিষ্টা করা জরুরী। সকল নবীই দ্বীনের দাওয়াত দিয়ে গেছে।তবে সকলই যে, ইসলামি হুকুমত প্রতিষ্টা করেছেন, তা কিন্তু নয়। বরং কেউ কেউ করেছেন। এবং কেউ কেউ করতে পারেন নি।
https://www.ifatwa.info/1887 নং ফাতাওয়ায় বলেছি যে,
অবশ্যই কুরআন সুন্নাহর আইন প্রত্যেক মুসলমান দেশে থাকা জরুরী।
কুরআন সুন্নাহর আইন তথা শরয়ী বিধিবিধান বাস্তবায়ন হলে, দেশ থেকে সকল প্রকার দুর্নীতি দূর হয়ে যাবে ইনশা'আল্লাহ।
কুরআনের পথের দিকে লোকদিগকে দাওয়াত দিতে হবে।হেকমতের সাথে কুরআন সুন্নাহর প্রত্যেক বিধিবিধানের সুফল সকল স্থরের মানুষের কাছে উপস্থাপন করতে হবে।
উলামায়ে কেরাম সহ দ্বীনের দাঈ মুসলমানগণ মানুষের ঈমান আ'মল ও দেশের কল্যাণের নিমিত্তে হরহামেশাই চান যে,দেশ মদিনা সনদে চলুক।এবং এর জন্য সাধ্যমত যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।নিম্নস্থর থেকে উচ্ছস্থর সর্বক্ষেত্র দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন।