ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আপনি যে আ'মলের কথা উল্লেখ করেছেন, সেটা করতে পারেন।একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
তাছাড়া থানভী রাহ কর্তৃক লিখিত 'আ'মলে কুরআনি কিতাব দ্বারা আ'মল করতে পারবেন।তবে অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে।এগুলো শুধুমাত্র একটা পরামর্শ। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না ও করতে পারেন।এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই।বরং এগুলো নেককার বান্দাদের কিছু দ্বীনী পরামর্শ মাত্র।আল্লাহ-ই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত আ'মল কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো আ'মল নয়।তবে অন্তর বিশুদ্ধ রেখে সবকিছুর খালিক ও মালিক আল্লাহকে রেখে আপনি উক্ত আমল করতে পারবেন।বিদ'আত হবে না।তবে সুন্নত দ্বারা প্রমাণিত, এটা মনে করা যাবে না।