ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ( إِنَّ سُورَةً مِنْ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً ، شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,কুরআনের একটি সূরা যার ত্রিশটি আয়াত রয়েছে,ঐ সূরাটি তার তেলাওয়াতকারীর জন্য মাগফিরাতের দু'আ করবে।এই সূরাটি হল,সূরা মূলক।(সুনানু তিরমিযি-২৮৯১,মসনদে আহমদ-৭৯১৫)
হযরত জাবের রাযি থেকে বর্ণিত, তিনি বলেন,
عن جابر رضي الله عنه : " أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ آلم تنزيل ، وتبارك الذي بيده الملك "
রাসূলুল্লাহ সাঃ সূরায়ে সেজদা এবং মূলক পড়া ব্যতীত শয়ন করতেন না।(সুনানু তিরমিযি-২৮৯২,মসনদে আহমদ-১৪২৪৯)
সু-প্রিয় প্রশ্নকারী ভাই/বোন!
হাদীসের ভাষ্য থেকে বুঝা যায় যে, সম্পূর্ণ সূরায়ে মূলক পড়লে তবেই এ ফযিলত পাওয়া যাবে।
(২)
দ্বীন প্রচারের নামে নির্দিষ্ট কোনো ইমামের জারাহ নিয়ে জনসম্মুখে আলোচনা করা বা প্রাথমিক শিক্ষার্থীরা তাতে মনোনিবেশ করা সম্পূর্ণই অনুচিৎ। এতেকরে ফিতনা ছড়াবে তবে উম্মাহর কোনো কল্যাণ হবে না।
(৩)
তাহক্বীক করে জানাবো।