আসসালমুআলাইকুম,কেমন আছেন সায়েখ? । আমার ৪ টা প্রশ্ন আছে, দয়া করে উত্তর টা জানাবেন মহান আল্লাহর রহমতে।
১: গ্রাম থেকে প্রয়োজনে ঢাকা যাওয়ার সময় লঞ্চে, বাসে উঠার সময় অনেক মানুষ থাকে, লঞ্চে,বাসে উঠার সময় মেয়েদের সাথে ছেলেদের ছোঁয়া লাগতে পারে যেমন হাতের ডেনায়,পায়ে ছোঁয়া লাগে।সাবধানে থাকার পর ও ছোঁয়া লেগে যায়। কিন্তু ইচ্ছে করে কোনো মেয়ে যদি কারো সাথে ছোঁয়া না দেয়,আর সেই মেয়ে সাবধানে থাকে,আর সেই মেয়ে মহান আল্লাহর রহমতে মহান আল্লাহর কাছে দোয়া করে আসে বাসায় থেকে যাতে ঢাকা যেতে কোনো সমস্যা না হয়,কোনো পর পুরুষের সাথে ছোঁয়া না লাগে,তারপরও যদি না অনিচ্ছাতে ছোঁয়া লেগে যায় তখন কি তার গুনা হবে? তার কি করা উচিত তার অনিচ্ছায় ছোঁয়া লাগলে? সে কি করলে মহান আল্লাহর রহমতে পর পুরুষের থেকে বেঁচে চলতে পারবে? তার তো প্রয়োজন ছিল ঢাকা যাওয়ার,অপ্রয়োজনে সে ঢাকা যায় নাই মহান আল্লাহর রহমতে।
২: কোনো মুসলিম মেয়ে কি কোনো প্রয়োজনে পর পুরুষের নাম বলতে পারবে? , যেমন একটা স্কুল এর নাম শেখ কামাল স্কুল, ওই স্কুল এর কাছে একটা বাসায় যেতে হবে কিন্তু গাড়িচালক বাসা চিনে না , তখন কি গাড়িচালককে বলতে পারবে শেখ কামাল স্কুল এর ওখানে যাবো? বললে কি গুনা হবে?
৩: একটা বাজারের নাম আনন্দ বাজার , এই বাজার টা আনন্দ নামের একটা পুরুষের নামের,যদি মুসলিম মেয়েকে কোনো কারণে বাজারের নাম বলার দরকার হয় তাহলে কি বলতে পারবে? বললে কি গুনা হবে?
৪: যদি কোনো মুসলিম মেয়ের জন্য পর পুরুষের নাম বলা জায়েজ থাকে কিন্তু তার স্বামী তাকে কোনো পর পুরুষের নাম বলতে নিষেধ করে তাহলে কি সে কোনো পর পুরুষের নাম বলতে পারবে? বললে কি গুনা হবে?