আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
204 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
reshown by
১. মৃত মায়ের সম্পদের ওয়ারিশ হলো এক কন্যা,এক পূত্র, মৃত মহিলার মা। এখন উনার জামা কাপড় কিভাবে বন্টন করা হবে? নরমালি তো আমাদের সমাজে আত্মীয় সজন ভাগ করে নিয়ে যায়।  এখন উনার অর্নামেন্টস আর ব্যাগ,জুতা,জামা কাপড় এগুলা বন্টন নিয়ে চিন্তিত। এই কাপড় চোপড় বন্টনের বিধান জানালে উপকৃত হবো।

২. উনার কিছু স্বর্ন ও ১০ হাজার টাকার মত রেখে গিয়েছিলেন।

তো এই টাকার মধ্যে ১৬৩০ এর মত মৃত মহিলার মা এর ভাগে পড়ে।কিভাবে এই টাকা ও স্বর্ণ ভাগ হবে বা পৌছে দেয়ার জরুরত কতটা।

৩.মৃত ব্যক্তির জন্য নফল নামাজ বা রোজা রেখে সওয়াব পৌছানো যাবে? কিভাবে নিয়ত করতে হবে বা মুখে একাকী উচ্চারণ করতে হবে?
যেমন তিন কুল পড়ে সওয়াব বখশিশের সময় কিভাবে নিয়ত করব? আর তাদের কবরের আজাব মাফীর জন্য কি কি করণীয় একজন সন্তানের?

1 Answer

0 votes
by (63,280 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

 মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে ক্রমান্বয়ে চারটি হক রয়েছে।

 

অপচয় ও কার্পণ্য ছাড়া তার দাফন-কাফনের ব্যবস্থা করা

অবশিষ্ট সম্পদ থেকে তা ঋণ পরিশোধ করা। (যদি ঋণ থাকে)

ঋণ পরিশোধের পর অবশিষ্ট সমুদয় সম্পদের এক তৃতীয়াংশ দ্বারা অসিয়ত পূরণ করা। (যদি শরীয়ত সম্মত অসিয়ত করে থাকে।)

৪. তারপর অবশিষ্ট সম্পদ তার ওয়ারিশদের মাঝে ফারায়েজ মোতাবেক বন্টন করা হবে।

 

মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে একসাথে থাকলে তাদের মিরাস সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-

يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوۡلَـٰدِڪُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِ

“আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ।

 

প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির মা সমস্ত সম্পদের ছয়ভাগের এক ভাগ পায় আল্লাহ তায়ালা বলেন-

وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٲحِدٍ۬ مِّنۡہُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ۬

আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে, যদি তার সন্তান থাকে।

 

ঈসালে সওয়াব সম্পর্কে জানুন- https://ifatwa.info/27174/?show=27174#q27174

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির জামা কাপড়, ব্যাগ, জুতার বর্তমান দাম হিসেব করে যা হয় তা  ১০ হাজার টাকার স্বর্ণের দামের সাথে যোগ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে (অর্থাৎ কন্যা, পুত্র ও মা) বন্টন করা হবে।

 ২. প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির মা স্বর্ণের থেকে ১৬৬৬.৬৬ টাকার মত ও জামা কাপড় থেকে কিছু পাবে। এটা অবশ্যই তার কাছে পৌছে দিতে হবে। কারণ এটা এখন তার সম্পদ।

. মৃত ব্যক্তির জন্য নফল নামাজ রোজা এবং দুআ দরুদ পড়ার সময় তার কাছে সওয়াব পৌছানোর নিয়ত করলেই হবে, মুখে উচ্চারণ করে বলা জরুরী নয়। যেমন এভাবে বলতে পারে- হে আল্লাহ! এই নফল রোজার যা সওয়াব হয় তা ঐ মৃত ব্যক্তির আমলনামায় পৌছে দিও।

উল্লেখ্য যে, একজন সন্তানের তার মৃত পিতা মাতার জন্য করণীয় হলো, নফল নামাজ, রোজা, নফল কুরবানী, দান সদকাহ, নফল হজ্ব ইত্যাদি করে তাদের আমলনামায় বখশিয়ে দেওয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...