আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
196 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (59 points)
আসসালামু আলাইকুম।

আমি কি মৃত ব্যক্তির পোষাক পড়তে পারবো? আর সেই মৃত ব্যক্তি যদি পিতা হয় তাহলে পড়া যাবে? আর না পড়া গেলে তা কি করবো?
উল্লেখ্য যে, পিতার গেঞ্জি পড়ার পর আমার শরীর ভালো যাচ্ছে না। তাই পোষাক গুলো কি করতে পারি? ভালো করে বুঝায় দিবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (657,800 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান মতে মানুষ মারা যাওয়ার পর তার পোশাক,কাপড়, ব্যবহারিত বস্তু অন্যান্য সম্পদের ন্যায়।
এগুলো নষ্ট করা যাবেনা।

হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ إِنَّ اللهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ 

মুগীরা বিন শু’বা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন, (ঘৃণিত করেছেন এবং আমি নিষিদ্ধ করছি) তিনটি কর্মঃ জনরবে থাকা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ অপচয় করা।
(বুখারী ১৪৭৭, মুসলিম ৪৫৮০, মিশকাত ৪৯১৫)
۔
এগুলো অন্যান্য সম্পদের ন্যায় ওয়ারিশদের মাঝে বন্টন করে দেওয়া হবে।
সকলেই রাজি হয়ে কোনো একজনকে দেওয়াও জায়েজ আছে।
,
তবে যদি ছদকাহ করা হয়,সেক্ষেত্রে সকল ওয়ারিশ রাজি থাকলে সেটিও জায়েজ আছে।
,

يجوز الانتفاع بملابس الميت لمن يلبسها من أسرته ، أو أن تعطى لمن يلبسها من المحتاجين ولا تهدر ، وعلى كل حال هي من التركة إذا كانت ذات قيمة فإنها تصبح من التركة تلحق بتركته وتكون للورثة . والاحتفاظ بها للذكرى لا يجوز ولا ينبغي ، وقد يحرم إذا كان القصد منها التبرك بهذه الثياب ، وما أشبه ذلك ، ثم أيضًا هذا إهدار للمال ، لأن المال ينتفع به ، ولا يجعل محبوسًا لا ينتفع به " انتهى من "المنتقى" (2/271).
সারমর্মঃ
মৃত ব্যাক্তির পোশাক দ্বারা ফায়েদা অর্জন জায়েজ আছে।
এগুলো তার রেখে যাওয়া সম্পদের ন্যায়,এগুলো ওয়ারিশদের জন্য হবে।  ,,, 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি মৃত ব্যক্তির পোষাক পড়তে পারবেন,এতে কোনো সমস্যা নেই।
 
"পিতার গেঞ্জি পড়ার পর আমার শরীর ভালো যাচ্ছে না"
এটি নিছক ওয়াসওয়াসা মাত্র।
আপনি চাইলে গরিব মিসকিনকে দান করেও দিতে পারেন। 
   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...