আসসালামু আলাইকুম মুফতি সাহেব।
আমার হাজবেন্ড এর সাথে ফোনে কঅথা বলার সময় একটু ঝগড়া হয়েছিল। তো আমি তাকে বলেছিলাম তুমি তোমার মত সীদ্ধান্ত নিতে পার। ও উত্তর দিয়েছিল, তাহলে আনুষ্ঠানিক ভাবে আমাকে বিদায় দাও। সাথে সাথে আমি ফোনটা কেটে অকে মেসেজ দিয়েছি দুইটা। দুইটা তেই লিখেছি তুমি বিয়ে করে ফেল। তারপর প্রায় ১০ মিনিট আমাদের আর কোন কথা হয়নি। এই কথা জিজ্ঞেস করার কারন, আমি কোন জায় গায় পডেছি, হাজবেন্ড যদি স্ত্রীকে বলে, আমাকে ছেডে দা,, আর স্ত্রী যদি সাথে সাথে উত্তর দেয়, দিলাম, এতে নাকি তালাক হয়ে যায়। তো আমার হাজবেন্ড, "বিদায় দিয়ে দাও" একথা বলার পর যাতে আমি কোন উল্টা পাল্টা কথা না বলি সে জন্যই ফোনটা কেটে দিয়েছি। কারন আমি তাকে কখনো ছাডতে চাই না। বিয়ে করে ফেল এ কথাটা বলেছি রাগ করে। এখানে আমার দুটো প্রশ্ন
১. ও যখন এ কথা বলেছে আমি ফোন কেটে মেসেজ দিয়েছি তুমি বিয়ে করে ফেল, এতে কি তালাক হবার কোন সসম্ভাবনা আছে?
২. ফোন কাটার ১০ মিনিটের মধ্যে, উপরের মেসেজটি দেবার পর আর কোন কথা হয় নি। এর পরে ও যখন ফোন দিয়েছে আমি তখন ওকে দুইবার বলেছি, তুমি তোমার মত সিদ্ধান্ত নাও।এর দ্বারা কি কোন তালাক হতে পারে? তবে এই কথাটা আমি, "আনুষ্ঠানিক ভাবে বিদায় দাও" ও এই কথাটা বলার আগে বলেছি নাকি পরে বলেছি এটা আমার মনে নেই,। আগে বল্লে কিছু হবে না তা আমার জানা আছে কিন্তু পরে বল্লে কি তালাক হবার সম্ভাবনা আছে? যদি পরে বলে থাকি অন্তত ও কথাটা বলার ১০ মিনিট পরে বলেছি।
আমি কোন ভাবেই তালাকের অধিকার প্রাপ্ত নয়। নিকাহনামা বা মৌখিক কোনভাবেই আমার হাজবেন্ড আমাকে কখনো তালাকের অধিকার দেন নি।