আস্সালামু আলাইকুম।
মুহতারাম!
আমাদের দেশের অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীদের নিকট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ বেশ জনপ্রিয়।
কিন্তু আমার জানামতে অধিকাংশ ব্যবহারকারীরা এটাকে ফ্রীতে ব্যবহার করে থাকি, তথা ক্র্যাক করে ব্যবহার করা। যা উইন্ডোজের কর্তৃপক্ষকে এক প্রকার ফাকি দেয়ার শামিল। অথচ এই অপারেটিং সিস্টেমটি কিনতে গেলে প্রায় ভার্সনভেদে ১১ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে।
উললেখ্য যে, আমরা যে পাইরেসি করে এটাকে ব্যবহার করছি, তা কর্তৃপক্ষোও জানে। কিন্তু তারা তাদের দেশে কিংবা ইউরোপে বিষয়টাকে (লাইসেন্স বিহীন ব্যবহার) কে যতটা শাস্তিযোগ্য মনে করে থাকে, ততটাই শিথিলযোগ্য হিসেবে দেখে এশিয়া বা এর আশে-পাশের দেশের এইরুপ কর্মকান্ডকে। এমনকি আমরা দেখি যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস আদালত এমনকি মাদ্রাসাগুলোতেও এগুলোর ব্যবহার।
এখন আমি জানতে চাচ্ছি এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কি না?
বি: দ্র: আমি উইন্ডোজ দিয়ে বিষয়টি বুঝালেও অন্যান্য অনেক সফ্টওয়্যারোও এমন ভাবে পাইরেটেড হয়ে ব্যবহার হচ্ছে।