আস সালামু আলাইকুম,
আমরা একটি ইউটিউব চ্যানেলে পরিচালনা করি। আমরা জানতে পেরেছি যে মাওলানা তারেক জামিল সাহেব শীয়াদের সাথে ঐক্যের কথা প্রচার করেন এবং ইতিপূর্বে তিনি নবী-রাসূল (আঃ) দের ব্যাপারে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। উনি উনার বয়ানে অনেক দূর্বল এবং জাল বর্ণনা প্রচার করেন ইত্যাদি আরো নানা কথা তিনি বলেছেন। উনি মাওলানা মাওদুদি সম্পর্কেও স্পর্ষকাতর মন্তব্য করেছেন যা উলামায়ে দেওবন্দের মতামতের বিরুদ্ধে। এখন আমরা জানতে চাই, যদি আমরা মাওলানা সাহেবের বয়ান এর অনুবাদ করি এবং এর দ্বারা কোনো মানুষ বিভ্রান্ত হয় তাহলে কি এর দায় আমাদের হবে না শুধু মাওলানা সাহেবেরই হবে। যেহেতু আমরা আলেম নই তাই প্রতিটি লেকচার আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি অনুবাদ করবো না বাদ দিয়ে দিবো?