بسم الله الرحمن الرحيم
জবাব,
মুফতী সাহেবগন যেসমস্ত ফাতওয়ার গ্রন্থ অধ্যায়ণ করতঃ ফাতওয়া দিয়ে
থাকেন তন্মেধ্যে উল্লেখযোগ্য কিছু ফাতওয়ার
গ্রন্থ: আদদুররুল মুখতার,ফাতহুল কাদীর,ফতোয়ায়ে কাযীখান, ফাতোয়ায়ে আলমগীরী বা ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ,ফাতোয়ায়ে
তাতারখানিয়া, আল-বাদায়িউস সানায়ি, ইমদাদুল
ফাতাওয়া, ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফাতাওয়া মাহমুদিয়্যাহ, আহসানুল ফাতাওয়া, জাওয়াহিরুল ফিকাহ ,ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ ইত্যাদী।
রদ্দুল মুহতার বা ফতোয়ায়ে শামী, (১-১৩ খন্ড) ঐ সমস্ত ফাতওয়ার
গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য একটি গ্রন্থ। উক্ত গ্রন্থটির লেখকের নাম আল্লামা ইবনু আবিদিন
শামী রহ.। ইসলামী আইন শাস্ত্র তথা ফিকাহ শাস্ত্রের বিশ্ব বিখ্যাত অদ্বিতীয় গ্রন্থ
‘রাদদুল মুহতার আলা দুররে মুখতার’ যা ‘ফতোয়ায়ে শামী’ নামেও পরিচিত। সালতানাতে উসমানিয়া
যুগের সিরিয়ার বিখ্যাত মুফতি আল্লামা ইমাম আমীন ইবনে আবেদীন শামী হানাফী (১১৯৮-১২৫২
হিঃ/ ১৭৮৩- ১৮৩৬খৃীঃ) এ গুরুত্বপূর্ণ গ্রন্থসহ পঞ্চাশটির অধিক গ্রন্থ রচনা করেন। হানাফী
ফিকাহ শাস্ত্রের এ গুরুত্বপূর্ণ গ্রন্থটি তুর্কি, উর্দূসহ বিভিন্ন
ভাষায় অনুবাদ হয়েছে।
‘দুররুল মুখতার’ হলো ‘তানভীরুল আবসার’ এর শরাহ বা ব্যখ্যাগ্রন্থ।
আর রাদ্দুল মুহতার হলো ‘দুররুল মুখতার’ এর ব্যখ্যাগ্রন্থ। বর্তমানে উপরোক্ত তিনটি গ্রন্থ
একটি মাত্র কিতাবে পাওয়া যায়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
আল্লামা ইবনু আবিদিন শামী রহ. নিজের পক্ষ থেকে কোন মাসআলা বর্ণনা
করেননা বরং কুরআন ও হাদীসের আলোকে তিনি মাসআলা বর্ণনা করেন।