ওয়া আলাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/78
https://www.ifatwa.info/50নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে।তা নাজাসতে গলিজা।এক দিরহামের বেশী হলে নামায হবে না।
এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার। বিস্তারিত জানতে উপরের লিংকে ক্লিক করুন।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার হায়েযের অভ্যাস ও অভ্যস্ত গত সময়ে যদি আপনার হলুদ বা অন্য কোনো রঙের স্রাব আসে, তাহলে হায়েয ধর্তব্য হবে। কিন্তু শুধুমাত্র সাদা লিকুইড দেখা দিলে, তা সাদাস্রাব হিসেবেই গণ্য হবে।এর হুকুম হল, ইস্তেহাযার হুকুম।সুতরাং আপনি প্রতি ওয়াক্তের জন্য একটি অজু করে উক্ত ওয়াক্তের মধ্য যত ইচ্ছা নামায পড়তে পারবেন।